ডিজিটাল ব্যাংকের অনুমোদনপত্র পেল নগদ

সব ধরনের আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি শেষ করে শিগগিরই নগদ ডিজিটাল ব্যাংক সেবা চালু করবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক
Published : 25 Oct 2023, 02:46 PM
Updated : 25 Oct 2023, 02:46 PM

দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে অনুমোদনপত্র পাওয়ার কথা জানিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ।

বুধবার গভর্নর আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে নগদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের হাতে এ অনুমোদনপত্র তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় ৮ কোম্পানিকে ডিজিটাল ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়।

নগদ জানায়, দেশে ডিজিটাল ব্যাংক সেবা চালুর লক্ষ্যে বছর তিনেক আগে তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিলেন। এখন অনুমোদন পাওয়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় নিয়ে যেতে পারবেন তারা।

এজন্য প্রস্তুতি শুরু করার কথা উল্লেখ করে নগদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “সাধারণ মানুষ- যারা নানা কারণে ব্যাংকে আসতে বাধা অনুভব করেন, তাদের কাছেই সেবা নিয়ে হাজির হবে নগদ ডিজিটাল ব্যাংক।

“এই পদ্ধতিতে গ্রাহককে আর ব্যাংকে আসতে হবে না, বরং ব্যাংকই মানুষের হাতে হাতে ঘুরবে। এরমধ্য দিয়ে দেশের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে আরেকটি উদাহরণ সৃষ্টি হবে।” 

Also Read: নগদ, কড়িসহ ডিজিটাল ব্যাংক হচ্ছে আটটি

ডিজিটাল ব্যাংকিংয়ের ভাবনার কথা বলতে গিয়ে মিশুক বলেন, “আমরা চাই প্রথাগত ব্যবসায়ীর বাইরে যারা আছেন, তাদের কোনো রকম জামানত ছাড়াই সিঙ্গেল ডিজিটে ঋণ প্রদান করব। পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয় স্কিম চালুসহ সাধারণ মানুষের দৈনন্দিন কাজের সবকিছুর সমাধান দেবে ডিজিটাল ব্যাংক। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনের পথ আরো সুগম হবে।”

সব ধরনের আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি শেষ করে শিগগিরই নগদ ডিজিটাল ব্যাংক সেবা চালু করবে বলে জানান তিনি।

অনুমোদনপত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মোহাম্মদ নাসের, পরিচালক (বিআরপিডি) মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট।