বিশেষ এ অভিযান অস্থির বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে, জানান ভোক্তা অধিকারের এক উপ পরিচালক।
Published : 23 Oct 2022, 12:44 AM
হঠাৎ করে চিনির বাজারে অস্থিরতায় দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়লে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর; দেশজুড়ে একযোগে অর্ধশত বাজারে তদারকিকালে করা হয়েছে জরিমানা।
সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে চড়া দামে চিনি বিক্রি এবং অনিয়মের অপরাধে শনিবার দেড়শ ডিলার ও দোকানকে ৬ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন ও অর্থ উপবিভাগ) বিকাশ চন্দ্র দাস।
“৫০ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযানের সময় জরিমানা করা হলেও চিনি উৎপাদনকারী মিলের বিষয়ে তথ্য হালনাগাদ করা হয়েছে শনিবার। পরবর্তীতে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
সরবরাহ কমার অজুহাতে গত কয়েকদিন থেকে অস্থির হয়ে পড়েছে দেশের চিনির বাজার, চড়ছে দাম। হঠাৎ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া শুরু হয় দোকানে দোকানে। গত সপ্তাহে এক লাফে দাম বেড়ে কেজিতে ১০০ টাকা ছাড়ায়।
এরপর শনিবার দেশজুড়ে বিশেষ অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঘোষণা দিয়ে শুরু করা অভিযানে দোকানিদের জরিমানা করা হয়; যাদের বড় অংশই চালানের কপি দেখাতে পারেননি।
রাতে অধিদপ্তরের উপ পরিচালক বিকাশ বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, বিশেষ এ অভিযান দেশজুড়ে একযোগে চলেছে। চিনি নিয়ে অস্থির পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।
এ কর্মকর্তা জানান, হট লাইনসহ সারাদেশ থেকে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর বাজারে চিনি সংকট এবং বেশি দামে বিক্রির পর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: