সরবরাহ কমার অজুহাতে এবার অস্থির দেশের চিনির বাজার, চড়ছে দাম। হঠাৎ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া শুরু হয় দোকানে দোকানে। এরপর শনিবার দেশজুড়ে বিশেষ অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঘোষণা দিয়ে শুরু করা অভিযানে দোকানিদের জরিমানা করা হয়; যাদের বড় অংশই চালানের কপি দেখাতে পারেননি।
Published : 22 Oct 2022, 06:29 PM