“আমরা প্রযুক্তির ব্যবহার বাড়াতে চাইছি, অটোমেশন করতে চাইছি," বলেন তিনি।
Published : 05 Nov 2024, 10:23 PM
সংস্কারের প্রশ্নে যৌক্তিক সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, “মাত্র সাড়ে ৩ মাসে আমরা সব সংস্কার করে ফেলতে পারব- এমন নয়; অনেক চ্যালেঞ্জ আছে। আমরা বলেছি, এসব আমরা মোকাবেলা করব।
“এর মানে এই নয় যে ৫-৬ মাসের মধ্যে সব করে ফেলতে পারব, আবার এও নয় যে ৫-১০ বছর সময় লেগে যাবে।”
মঙ্গলবার অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩’ তিনি এ মন্তব্য করেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, “অনেকে বলেন সংবাদ বস্তুনিষ্ঠ হবে। সংবাদ তথ্যনির্ভরও হয়। এগুলো নীতিনির্ধারকদের সতর্ক করে।
“অন্তবর্তীকালীন সরকারের ৩ মাসের মধ্যেই আমরা এটা টের পেয়েছি। সংবাদে ভুল ধরার পাশাপাশি সমাধানের পথ বলে দিলে ভালো হয়।”
তিনি বলেন, “আমরা যে সংস্কারগুলো করছি, সেগুলো যেন পরবর্তী সরকার এসে যেন সেগুলো বদলে না ফেলে এজন্য আমরা সবার সঙ্গে কথা বলছি।
“আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছে। আমরা প্রযুক্তির ব্যবহার বাড়াতে চাইছি, অটোমেশন করতে চাইছি।"
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “আমাদের দেশে দুই ধরনের পত্রিকা রয়েছে। একটা শ্রেণির পত্রিকার মান ভালো হচ্ছে, বাড়ছে।
“আরেকটা শ্রেণির পত্রিকা বিভিন্ন স্বার্থে চালানো হচ্ছে। সংবাদের গুণগত মান নিয়ে প্রতিযোগিতা সবসময়ই ভালো।”
মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ’র বিষয়ে তিনি বলেন, “নগদ এখন পরিবর্তনের মধ্যে যাচ্ছে, এর প্রয়োজন ছিল। কারণ এর মধ্যে গুড গভর্নেন্সের অভাব ছিল। আমরা চাই, এমএফএসের ক্ষেত্রে যেন এটি আরো ভালো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
“নগদের ক্ষেত্রে যদি আমরা ভালো বিনিয়োগকারীদের নিয়ে আসতে পারি, তাহলে এটি আরো ভালোভাবে বিকাশিত হবে। আমাদের আশা, আগামীতে ভালো বিনিয়োগকারীরা নগদে আসবেন।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কে এ এস মুর্শিদ, নগদের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদার, ইআরএফের জেনেরাল সেক্রেটারি আবুল কাশেম।
অনুষ্ঠানে ১৭ ক্যাটাগরিতে ১৯ জনকে ‘ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ দেওয়া হয়, যাতে সহযোগিতা করে নগদ।