আমানত স্কিমগুলোর মধ্যে দুটি প্রচলিত ধারার ও দুটি শরীয়াহভিত্তিক।
Published : 09 Dec 2024, 10:49 PM
বেসরকারি খাতের এবি ব্যাংক আমানতকারীদের আস্থা ফেরাতে চারটি আমানত পণ্য নিয়ে এসেছে।
সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এসব আমানত স্কিম সম্পর্কে তুলে ধরেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আসা সৈয়দ মিজানুর রহমান।
তিনি বলেন, ‘‘আমরা আমানতকারীদের আস্থা ফেরাতে চাই। ব্যাংক খাতের এত অস্থিরতার মধ্যেও এবি ব্যাংক থেকে কোনো গ্রাহকের চেক ফেরত দেওয়া হয়নি।’’
আমানত স্কিমগুলোর মধ্যে দুটি প্রচলিত ধারার ও দুটি শরীয়াহভিত্তিক। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সেবা ‘এবি ডিরেক্ট’ চালু করেছে ব্যাংকটি।
আমানত স্কিমের মাধ্যমে ব্যাংকে তারল্য প্রবাহ বাড়বে বলে মনে করছে ব্যাংকটি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক ২০১৯ সাল থেকে ৫ শতাংশের নিচে বোনাস লভ্যাংশ দিয়ে আসছে। সবশেষ দুই বছরে দিয়েছে ২ শতাংশ হারে। শেয়ারদর এখনও অভিহিত মূল্য ১০ টাকার নিচে সাড়ে ৭ টাকায় লেনদেন হচ্ছে।
গত কয়েক বছরে এবং সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালকের সময়ে দেওয়া ঋণের উপর স্বতন্ত্রভাবে নিরীক্ষক নিয়োগ দিয়ে নিরপেক্ষভাবে নিরীক্ষা করার উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নে মিজানুর রহমান বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংকের অডিট হয়েছে, ব্যাংক প্রতিবছর অডিট করে। এরপর নতুন করে কোনো অডিটের প্রয়োজন দেখছি না।
‘‘শেয়ারদর হিসেবে বিনিয়োগকারীরা লোকসানে আছে। সংকট কেটে গেলে ভালো মুনাফা দিতে পারবে ব্যাংক।’’
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম বলেন, ‘‘এখন থেকে যা হবে সবকিছু স্বচ্ছ হবে। আমরা কোনো কিছু লুকাব না। যেকোনো প্রশ্নের উত্তর সাংবাদিকরা পাবেন। সামনে পরিস্থিতির উন্নয়ন দেখতে পাবেন।’’
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ফজলুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা কে এম মহিউদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান উপস্থিত ছিলেন।