দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও সাউথইস্ট ফার্মেসি ক্লাব র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
Published : 26 Sep 2024, 09:48 PM
নানা আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করেছে বেসরকারি সাউথইস্ট ইউনিভার্সিটি।
দিবস উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও সাউথইস্ট ফার্মেসি ক্লাব র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সাউথইস্ট ইউনিভার্সিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আলোচনা সভায় ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে অব্যাহত শিক্ষা ও উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এ ছাড়া ফার্মাসিস্টদের জন্য হাসপাতাল, ক্লিনিক ও কমিউনিটিসহ সব ক্ষেত্রে বিশেষ করে, খাদ্য ও প্রসাধনী শিল্পে ক্যারিয়ারের সুযোগগুলো নিয়েও নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
র্যালি ও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক এম. মোফাজ্জল হোসেন, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ও ম্যানেজিং ডিরেক্টর তানবীর আশরাফ, টেকনিক্যাল অ্যাডভাইজর কিউএ/কিউসি, ইউএসএআইডির প্রোমোটিং দ্য কোয়ালিটি অফ মেডিসিনস প্লাস প্রোগ্রাম, ইউএস ফার্মাকোপিয়াল কনভেনশন, সিপিডিএস ডিরেক্টর অধ্যাপক হাসনাত এম. আলমগীর উপস্থিত ছিলেন।