গ্রাহকদের দাবিতে এ সিদ্ধান্ত পাল্টানোর কথা বলেছে ব্যাংকটি।
Published : 23 Jan 2024, 12:17 AM
বিদেশে কার্ডে নগদ অর্থ তোলার সুবিধা এক মাসের মধ্যে আবার চালু করেছে ব্র্যাক ব্যাংক।
গ্রাহকদের দাবিতে এ সিদ্ধান্ত পাল্টানোর কথা বলেছে ব্যাংকটি। দৈনিক ও মাসিক সীমা ঠিক রেখে গত ১৮ জানুয়ারি থেকে এ সেবা আবার চালু করা হয়েছে।
এখন থেকে ডেবিট কার্ডের বিপরীতে দৈনিক সর্বোচ্চ ৩০০ ডলার এবং মাসে দেড় হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নগদ আকারে তুলতে পারবেন ব্যাংকটির গ্রাহক।
হিসাব সংরক্ষণ ও নিরীক্ষার কাজে সুবিধার কথা বলে গত ২৪ ডিসেম্বর থেকে বিদেশে কার্ডের বিপরীতে এটিএম বুথ থেকে নগদ অর্থ উত্তোলন বন্ধ করেছিল ব্র্যাক ব্যাংক। ওই সময় আরও কয়েকটি ব্যাংক কার্ড দিয়ে বিদেশে অর্থ উত্তোলন বন্ধ রেখেছিল।
বিদেশে গিয়ে কার্ডে নগদ অর্থ তোলার সুযোগ বন্ধ করল ব্র্যাক ব্যাংক
ব্যাংকটির রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মাহিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘গ্রাহকদের চাহিদা ও অসুবিধার কথা বিবেচনা করে ব্র্যাক ব্যাংক পুনরায় মাল্টিকারেন্সি ডেবিট কার্ড দিয়ে বিদেশে ক্যাশ (নগদ) উত্তোলন সুবিধা চালু করেছে।’’
বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী, ভ্রমণ কোটায় একজন বছরে ১২ হাজার ডলারের সমপরিমাণ বিদেশি মুদ্রা ব্যবহার করতে পারেন। নগদ বা কার্ডে এই অর্থ খরচ করা যায়। তবে ভ্রমণ কোটায় বিদেশি মুদ্রার সর্বোচ্চ ৫০ শতাংশ কার্ড থেকে তোলার সুযোগ রয়েছে।
কাগুজে ডলারের সংকটে বাংলাদেশ ব্যাংক কার্ডে ডলার ব্যবহার করতে উৎসাহ দিয়ে আসছে।
স্থানীয় মুদ্রার পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ডে বিদেশি মুদ্রা ব্যবহার করারও সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ পদ্ধতিতে অনুমোদিত কার্ড ‘ডুয়েল কারেন্সি কার্ড’ নামে পরিচিত।
বর্তমানে দেশে ৪৩টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট কার্ড পরিষেবা দিচ্ছে। গত অক্টোবর শেষে তাদের ইস্যু করা বিভিন্ন ধরনের কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ১২ লাখ ৪৩ হাজারের বেশি।