“এমএফএসে ১৭ লাখ কোটি টাকা বছরে লেনদেন হচ্ছে। এটা এ বছর ২৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।”
Published : 25 Feb 2025, 10:11 PM
দেশে ব্যাংক লেনদেনের ৮৪ শতাংশই ডিজাটাল পদ্ধতিতে সম্পন্ন হওয়ার তথ্য দিয়েছেন বংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
মঙ্গলবার হোটেল সোনরাগাঁওয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল লেনদেনের ২৮ শতাংশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে হয়ে থাকে।
অন্যদিকে ডিজিটাল লেনদেনের ৬৯ শতাংশ হয় আরটিজিএস সিস্টেমে; ১১ দশমিক ৯২ শতাংশ হয় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে।
‘ট্রান্সফর্মিং দ্য পেমেন্ট ল্যান্ডস্কেপ, অ্যান ইরা অব ইভোলিউশন’ শিরোনামে কেন্দ্রীয় ব্যাংকের ‘পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট’ এ অনুষ্ঠান আয়োজন করে।
এতে মূল প্রবন্ধ তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্তি পরিচালক খাইরুল এনাম। এতে ডেপুটি গভর্নর নূরুন নাহার ও মুখপাত্র আরিফ হোসেন খানও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সিস্টেমের একটি হালনাগাদ সংস্করণ চালুর তথ্য দেওয়া হয়।
মূল প্রবন্ধে খাইরুল এনাম বলেন, আরটিজিএস সিস্টেম বর্তমানে টাকা, ডলার ও পাউন্ডসহ সাতটি মুদ্রায় লেনদেন করা যায়। এখন পর্যন্ত ১১ হাজার ৪৭০টি অনলাইন ব্যাংক শাখা আরটিজিএস নেটওয়ার্কে যুক্ত।
“এ সিস্টেম প্রতিদিন ৪৮ হাজার ৪১০টি লেনদেন সম্পন্ন করে, যার দৈনিক গড় লেনদেনের পরিমাণ ২২ হাজার ৯৭৭ কোটি টাকা।”
অনুষ্ঠানে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সামগ্রিক চ্যালেঞ্জ ও ভবিষ্যত সর্ম্পকে তুলে ধরা হয়। ডিজিটাল পেমেন্ট সিস্টেমের বাধার ক্ষেত্রে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, ব্যবহারকারীদের অসচ্ছলতা, তথ্যের সঠিক তত্ত্বাবধান, জালিয়াতি ও প্রতারণা এবং নতুন স্টার্টআপ ও ফিনটেক কোম্পানিগুলোর জন্য সহায়ক পরিবেশ তৈরি করার কথা বলা হয়।
গভর্নর বলেন, গত কয়েক বছরে আরটিজিএসের মাধ্যমে পেমেন্ট উল্লেখযোগ্য বেড়েছে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ছয় কোটি থেকে ২৬ কোটি হয়েছে।
তিনি বলেন, এমএফএসে ১৭ লাখ কোটি টাকা বছরে লেনদেন হচ্ছে। এটা এ বছরেই ২৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে, যা সরকারের বাজেটের প্রায় তিন গুন। এটা বিশাল অর্জন, যা নিয়ে দ্বিমতের কিছু নেই। সব আর্থিক প্রতিষ্ঠানই এই জায়গায় বিশাল ভূমিকা রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, পরবর্তী প্রজন্মের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক আরটিজিএসের সিস্টেমটি হালনাগাদ করার উদ্যোগ নেয়। গত ২৪ নভেম্বর সেই কাজ শেষ হয়।