সিলেট এলাকায় স্বেচ্ছাসেবী একটি সংগঠনের মাধ্যমে ত্রাণ বিতরণ করেছে ইউনিলিভার।
Published : 22 Aug 2024, 11:18 PM
সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার লিমিটেড-ইউসিএল।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন’ (ইপসা) এর মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে ইউনিলিভার বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট অঞ্চলে ১০ লাখেরও বেশি মানুষ বন্যায় দুর্ভোগ পোহাচ্ছে। হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। অনেক গ্রাম ও শহর এখনও পানিতে তলিয়ে আছে। পরিবারগুলোর জন্য জীবিকার ব্যবস্থা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।