বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওরস্যালাইন ও প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়েছে।
Published : 03 Sep 2024, 07:13 PM
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারে ত্রাণ বিতরণ করেছে মীর সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ।
জেলার বাঘাইছড়ি উপজেলার মরিশ্যা, সারোযাতলী, খেদারমারা ও আমতলী ইউনিয়নের বন্যাকবিলত মানুষদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে তারা।
মীর সীমেন্ট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বন্যার্তদের জন্য কোম্পানির তরফ থেকে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওরস্যালাইন ও প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে মীর গ্রুপের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সদস্যদের সঙ্গে বাঘাইছড়ি উপজেলা নির্বাহি কর্মকর্তা শিরীন আক্তার, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিহাদ হোসেন উপস্থিত ছিলেন।