উড়োজাহাজের টিকেট বুকিংয়েও ছাড় পাওয়া যাবে।
Published : 15 Jan 2024, 07:47 PM
নতুন বছরে ভ্রমণ বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম গোযায়ানে হোটেল বুকিংয়ে বিকাশ দিয়ে অর্থ পরিশোধে মিলবে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়।
আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট হোটেল ও রিসোর্ট বুকিংয়ে এমন ছাড় দেওয়ার কথা সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।
এতে বলা হয়, পাশাপাশি অভ্যন্তরীণ ভ্রমণে উড়োজাহাজের টিকেট বুকিংয়ে মূল ভাড়ার ওপর ১১ শতাংশ ও আন্তর্জাতিক ভ্রমণে ১২ শতাংশ পর্যন্ত ছাড়ও পাওয়া যাচ্ছে বিকাশ দিয়ে অর্থ পরিশোধে।
গোযায়ান ওয়েবসাইট, অ্যাপ বা বিকাশ ইন-অ্যাপ দি পেমেন্ট সার্ভিস ব্যবহার করে ছাড় পাওয়া যাবে।
ছাড় পেতে পছন্দের হোটেল/রিসোর্ট বা এয়ারলাইন্স নির্বাচন করে যাত্রীর প্রয়োজনীয় তথ্য দিয়ে ভ্রমণের তারিখ ও সময় নির্ধারণ করতে হবে। যথাযথ ছাড়ের প্রোমোকোড ব্যবহার করে, শর্তাবলি দেখে নিশ্চিত করলে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। পেমেন্ট অপশন থেকে বিকাশ-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।
বিকাশ গ্রাহক ছাড় চলাকালীন প্রাপ্যতার ভিত্তিতে যেকোনো তারিখে হোটেল ও রিসোর্ট বুকিং করতে পারবেন। ভ্রমণের তারিখ পরিবর্তন কিংবা রিফান্ড পলিসি নির্দিষ্ট এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।