প্রতিযোগিতায় বিজয়ী দলটি ইউনিলিভার ফিউচার লিডার্স লিগ (এফএলএল) ২০২৫ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের দলগুলোর সঙ্গে।
Published : 11 Dec 2024, 07:02 PM
ইউনিলিভার বাংলাদেশের ব্যবসা বিষয়ক প্রতিযোগিতা ‘বিজমায়েস্ত্রোজ’ এর পঞ্চদশ আসরে বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মো. তাহমিদুর রহমান খান, নুসরাত ফৌজিয়া নিশু ও মাইশা ইসলাম মোনামীর দল।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিলিভার জানিয়েছে, গ্র্যান্ড ফিনালেতে শীর্ষ পাঁচ প্রতিযোগী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে তাহমিদুররা বিজয়ী হন।
তাদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার, মানবসম্পদ পরিচালক দুরদানা কবির ও জুরি সদস্য ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মো. শামসুল আরেফিন চৌধুরী, হৃদিতা ইসলাম ও সওদা মুনতাহা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) এর সামিহা রহমান, আফরা নাওয়াল ও রাইয়ান ইবনে হোসেন দ্বিতীয় রানার-আপ হয়েছেন।
প্রতিযোগিতায় বিজয়ী দলটি ইউনিলিভার ফিউচার লিডার্স লিগ (এফএলএল) ২০২৫ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের দলগুলোর সঙ্গে।
এছাড়া শীর্ষ ৫ দলের সব সদস্যই ইউনিলিভার বাংলাদেশে ইন্টার্নশিপ ও ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে সুযোগ পাবেন।
গ্র্যান্ড ফিনালের বিচারক হিসেবে ছিলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ও ক্লিংক অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম, ইউনিলিভার বাংলাদেশের সিএফও অ্যান্ড ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক, মার্কেটিং ডিরেক্টর শাদমান সাদেকীন, মার্কেটিং ডিরেক্টর বিউটি অ্যান্ড ওয়েলবিয়িং জাহীন সাজিদুল ইসলাম।
বিচারক মাসুদ খান বলেন, “প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো বাংলাদেশে ব্যয়বহুল বডি ওয়াশের নতুন বাজার নিয়ে গবেষণাভিত্তিক তথ্য উপস্থাপন করেছে। একই সাথে তারা ভোক্তাদের আচরণ ও সম্ভাবনাগুলো বিশ্লেষণ করেছে।”
মমিনুল ইসলাম বলেন, বিজমায়েস্ত্রোজ অসাধারণ চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা সম্পন্ন তরুণদের একত্রিত করেছে।
“এটি সত্যিকার অর্থে বাংলাদেশে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা ও সৃজনশীলতার বিকাশে ইউনিলিভারের অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ততা ও প্রাণশক্তি ছিল সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের এইচআর ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির বলেন, বিজমায়েস্ত্রোজ প্রতিযোগিতা নেতৃত্ব তৈরির জন্যও একটি প্ল্যাটফর্ম, যে নেতৃত্ব ভবিষ্যতের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম।
“আমাদের লক্ষ্য হল শিক্ষাক্ষেত্র ও কর্মক্ষেত্রের মধ্যকার ব্যবধান দূর করা এবং প্রতিভাবান তরুণদের তাদের সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা নিশ্চিত করা। বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ ব্যবসাক্ষেত্রের যোগ্যতাসম্পন্ন নেতা হিসেবে গড়ে তোলার যাত্রায় সহায়তা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
‘বিজমায়েস্ত্রোজ’ ২০২৪ এর থিম ছিল ‘পাওয়ার অব ইউ’। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা অনলাইন আবেদন করে তিনটি রাউন্ডে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম রাউন্ডে হাজার খানেক প্রতিযোগী অংশ নেয়। পরের রাউন্ডে ৪৫ জন নির্বাচিত শিক্ষার্থী পরামর্শ, বুটক্যাম্প ও কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হন। এখান থেকে চূড়ান্ত পর্বের শীর্ষ পাঁচ দলকে বেছে নেওয়া হয়।