অফারে উপহারের পাশাপাশি রয়েছে ৩০ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড়ও।
Published : 27 May 2024, 07:10 PM
ঈদ উপলক্ষে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের ‘ডাবল খুশি’ অফারে যমুনা রেফ্রিজারেটর কিনে একজন ক্রেতা পেয়েছেন ১৫০ সিসির পেগাসাস মোটরসাইকেল।
রোববার একটি অনুষ্ঠানে ১৭৭তম উপহার হিসেবে মোটরসাইকেলটি টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ আরিফুজ্জামানের হাতে তুলে দেওয়া হয় বলে কোম্পানিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অব প্লাজা, ই-কমার্স ও বিটুবি এসএম সালাউদ্দিন, অ্যাসিসটেন্ট ম্যানেজার ব্র্যান্ড ডেভেলপমেন্ট সাবিরুল ইসলাম, ঘাটাইল প্লাজা ম্যানেজার মোহাম্মদ জয়নাল আবেদিন ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ‘ডাবল খুশি’ অফারে যমুনা রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসি, হোম অ্যাপ্লায়েন্সেসসহ অসংখ্য পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া রয়েছে ৩০ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড়ও।
যমুনা গ্রুপ বলেছে, যমুনা প্লাজা থেকে পণ্য কিনে ২০ শতাংশ এককালীন পরিশোধে (ডাউন পেমেন্ট) ৬, ৯ ও ১২ মাস মেয়াদী সহজ কিস্তি সুবিধা পাওয়া যাবে। এছাড়া ক্রেডিট কার্ডে ব্যাংক ইএমআই সুবিধাও পাবেন ক্রেতারা।