২০ জন স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা মেলায় অংশ নেন।
Published : 04 Jun 2024, 09:43 PM
স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সৃজনশীলতা এবং গুণগতমান তুলে ধরতে মেলার আয়োজন করল ব্র্যাক ও হংকং-সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি)।
মঙ্গলবার মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘বিল্ড ব্যাক বেটার’ নামের এ পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয় বলে ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলের ২০ জন স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা দেশি ঐতিহ্যবাহী পণ্যের পসরা নিয়ে মেলায় অংশ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনব্যাপী এই আয়োজনে স্থানীয়ভাবে হাতে সেলাই করা পোশাক, হস্তশিল্প, মাটি এবং পাটজাত পণ্য, খাদ্য সামগ্রী এবং বাঁশ-বেত থেকে তৈরি পণ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।
প্রদর্শনীটি সম্পর্কে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) সহযোগী পরিচালক তাসমিয়া তাবাসসুম রহমান বলেন, “এই প্রদর্শনীর মূল লক্ষ্য হচ্ছে অংশগ্রহণকারীদের সক্ষমতা ও সৃজনশীলতা তুলে ধরা। যেসকল উদ্যোক্তা আমাদের এই প্রকল্পে অংশ নিয়েছেন তাদের প্রায় সবাই অর্থ ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় আরো বেশি দক্ষ ও আত্মবিশ্বাসী হয়েছেন।”
এইচএসবিসির হেড অফ করপোরেট সাসটেইনেবিলিটি সৈয়দা আফজালুন নেসা বলেন, “আমরা এই উদ্যোগের মাধ্যমে ৫০০ জনেরও বেশি উদ্যোক্তাকে ব্যবসার বিকাশে সহায়তা করতে পেরেছি।”
করোনাভাইরাস মহামারির সময়ে তথ্য, আইটি এবং আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতার অভাবে অনেক নারী উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
তাদের সক্ষমতা বাড়াতে এইচএসবিসি ও ব্র্যাক ২০২১ সালে ঋণের ব্যবস্থা এবং ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য ‘বিল্ড ব্যাক বেটার’ উদ্যোগটি হাতে নেয়। এখন পর্যন্ত প্রকল্পটির মাধ্যমে ৫৩০ জন উদ্যোক্তাকে আর্থিক সক্ষমতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।