প্রকৌশল, বিশেষায়িত, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের ১৯১ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
Published : 16 Feb 2025, 08:41 PM
বগুড়া, রাজশাহী ও রংপুর অঞ্চলে পরিচালিত নিজেদের পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
রোববার বগুড়ার হোটেল মম-ইনে প্রকৌশল, বিশেষায়িত, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ১৯১ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয় বলে ইসলামী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম মাসুদ রহমান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন, ব্যাংকের রিটেইল ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান আবু ছাঈদ মো. ইদ্রিস, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম, সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল ওয়াহেদ এবং বগুড়া ইমাম ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বৃত্তি পাওয়া শিক্ষার্থী, অভিভাবক ও আগে বৃত্তি পাওয়া পেশাজীবীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন বুয়েটের শিক্ষার্থী রনি আহমেদ ও দিলরুবা আলিয়া, ঢাকা মেডিকেল কলেজের রাতুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশ্রাফুল ইসলাম, দিলীপ কুমার দাস ও আসমা বেগম, রাজশাহী মেডিক্যাল কলেজের নুরে জান্নাত টুম্পা ও আবুল খায়ের, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের লাভলি আক্তার বানু, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাহবুবুর রহমান ও নেসকো বগুড়ার সহকারী প্রকৌশলী রেদোয়ান হোসেন।