কোম্পানিটি বাংলাদেশে প্রায় ৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
Published : 08 Sep 2024, 09:25 PM
দেশে প্রিফ্যাব্রিকেটেড পাইপ পাইলের কারখানা স্থাপনে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে চায়না ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন বাংলাদেশ।
রোববার দুই কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তারা এ নিয়ে চুক্তিতে সই করেছেন।
এ বিষয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকার অদূরে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে এমজিআই এর মালিকানাধীন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের (এমআইইজেড) পরিচালক তানভীর মোস্তফা ও চায়না ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক লি ইয়ংজিয়াং চুক্তিতে সই করেন।
এসময় মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ডিরেক্টর অব পাবলিসিটি অফিস জ্যাং জিয়াওলিয়াং উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চায়না ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন বাংলাদেশ হচ্ছে চীনের ইউনান প্রদেশের চায়না ইউনান লিটুও পাইপ পাইল গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, যা দেশটির অন্যতম প্রধান ফাউন্ডেশন কনস্ট্রাকশন ও প্রিফ্যাব্রিকেটেড পাইপ পাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান।
চুক্তি অনুযায়ী চীনা কোম্পানিটি এমআইইজেড এ প্রিফ্যাব্রিকেটেড পাইপ পাইল-এর কারখানা স্থাপন করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোম্পানিটি বাংলাদেশে প্রায় ৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। বিনিয়োগের অংশ হিসেবে রয়েছে এমআইইজেড লি. এ প্রায় ৩ একর জায়গা জুড়ে ফ্যাক্টরি, ইকুইপমেন্ট এরিয়া, অফিস, সাইলো ও ওয়্যারহাউজ স্থাপন করা হবে।“
এতে বলা হয়, সুউচ্চ আবাসন ও ব্যবসায়িক স্থাপনা নির্মাণের পাশাপাশি হাইওয়ে, রেলওয়ে ও বন্দরসহ যেকোন ধরনের ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের পাইলিং-এর ক্ষেত্রে প্রিফ্যাব্রিকেটেড পাইপ পাইল এর প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমানে শুধু রাজধানীতে এর বার্ষিক চাহিদা প্রায় ২ মিলিয়ন মিটার, যার একটি বড় অংশ আমদানিনির্ভর।