বিভিন্ন ধরনের আমানতের কিস্তি জমার বিষয়টিও বাংলাদেশ ব্যাংকের এ প্রজ্ঞাপনের আওতায় পড়বে।
Published : 24 Jul 2024, 07:21 PM
ঋণের কিস্তি ও ক্রেডিট কার্ডের বকেয়া ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করলে জরিমানা গুনতে হবে না গ্রাহকদের।
বিভিন্ন ধরনের আমানতের কিস্তি জমার বিষয়টিও বাংলাদেশ ব্যাংকের এ প্রজ্ঞাপনের আওতায় পড়বে।
বুধবার কেন্দ্রীয় ব্যাংক এসব নির্দেশনা দিয়ে তা সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ হওয়ার পাশাপাশি সাধারণ ছুটি বাড়লে বিপাকে পড়েন ব্যাংক ও কার্ডের গ্রাহকরা।
ব্যাংক বন্ধ থাকার পাশাপাশি বেশির ভাগ এটিএম বুথ থেকে টাকা তোলা ও জমা দেওয়া না যাওয়ায় ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন গ্রাহকরা।
পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাত থেকে কিছু কিছু এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট ফিরতে শুরু করে। তবে সবাই ইন্টারনেটের আওতায় আসেনি। আর কারফিউ শিথিল হলে বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন শুরু হয়। বুধবার বিভিন্ন ব্যাংক শাখায় ছিল ব্যাপক ভিড়।
বুধবারের প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ থেকে ২৫ জুলাই পর্যন্ত পরিশোধযোগ্য ঋণের বকেয়া অর্থ পরিশোধ, ক্রেডিট কার্ডের বিল এবং ডিপিএসসহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে অনেকে পরিশোধ করতে পারেনি।
“তাই ঋণ ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ এবং বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তির বকেয়া যদি গ্রাহক আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করে তাহলে এর জন্য গ্রাহককে কোনো রকমের ফি কিংবা বিলম্ব ফি কিংবা জরিমানা আদায় করা যাবে না।”