এক বছর আগে দায়ের করা মামলায় দীর্ঘ শুনানি ও পর্যালোচনা শেষে প্রতিযোগিতা কমিশন কোম্পানি দুটিকে জরিমানা করে।
Published : 09 Oct 2023, 09:26 PM
বাজারে কারসাজির মাধ্যমে ডিম, মুরগি ও পোল্ট্রি ফিডের মূল্য বাড়ানোর অভিযোগে কাজী ফার্মস ও সাগুনা ফুড অ্যান্ড ফিডসকে মোট আট কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
সোমবার এ দুই কোম্পানিকে জরিমানা করে রায় দেওয়ার বিষয়টি এক বার্তায় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। প্রতিযোগিতা আইন, ২০১২ এর ধারা ১৫ লংঘনের অপরাধে কাজী ফার্মসকে পাঁচ কোটি এবং সাগুনাকে তিন কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
এতে বলা হয়, এক বছর আগে দায়ের করা মামলায় দীর্ঘ শুনানি ও পর্যালোচনা শেষে কমিশন এ রায় ঘোষণা করেছে।
বাজারে ডিম ও মুরগির দাম ২০২২ সাল থেকেই চড়তে শুরু করে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ডিম ও মুরগির দাম অস্বাভাবিক পর্যায়ে গিয়ে ঠেকে। সরকারের বিভিন্ন পদক্ষেপের পরও দাম নিয়ন্ত্রণে আসেনি। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ার ঘটনায় অভিযানও চালায় বিভিন্ন সংস্থা। এতেও কাজ হয়নি। সবশেষ সরকার প্রতিটি ডিমের দাম ১২ টাকা করে নির্ধারণ করে দিলেও এ দরে মিলছে না।
বার্তায় বলা হয়, সোমবার প্রতিযোগিতা কমিশনে বয়লার মুরগীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংক্রান্ত দুইটি মামলার রায় দেওয়া হয়েছে। কাজী ফার্মস লিমিটেডকে মামলা নম্বর ৪৫/২০২২ এবং সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড মামলা নম্বর ৪৬/২০২২ এর রায় দেওয়া হয়েছে।
কমিশনের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদিন দুই কোম্পানির আইনজীবী ও প্রতিনিধিদের উপস্থিতিতে মামলা দুটির রায় দেওয়া হয়েছে।
জরিমানার বিষয়ে কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিন আহমেদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।