“গত তিন দিন ধরেই আমরা ডলারের দাম বলে দিচ্ছি সদস্যদের,” বলেন মো. হেলাল উদ্দিন শিকদার।
Published : 23 Aug 2022, 10:03 PM
ডলারের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে দর বেঁধে দিচ্ছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নির্ধারিত ওই দরেই খোলাবাজারে মুদ্রাটির লেনদেন করছে অনুমোদিত মানি চেঞ্জারগুলো।
মঙ্গলবার রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে খোলা বাজারে ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সা থেকে ১১০ টাকায়।
মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ‘‘গত তিন দিন ধরেই আমরা ডলারের দাম বলে দিচ্ছি সদস্যদের।”
এদিন আন্তর্জাতিক এ মুদ্রাটির দর ১০৯ টাকা ৫০ পয়সা ঠিক করে দেওয়া হয় বলে জানান তিনি।
বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর পল্টন এলাকার মানি চেঞ্জারগুলোতে নগদ ডলার কিনতে আসেন মো. রবিউল হাসান। পেশায় এ ব্যবসায়ীর আগামী মাসে চিকিৎসার জন্য ভারত যাওয়ার কথা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৫০০ ডলার নিতে আসছিলাম, ভারতে যাব চেক-আপ করাতে আগামী মাসে। দাম চাইল ১০৯ টাকা ৫০ পয়সা, আবার বাইরের রাস্তায় চাইল ১১০ টাকা।
“শুনলাম দাম কমতাছে... আজকে আসলাম ডলার নিতে। দেখি আরও কমে কি না... কমার অপেক্ষায় থাকব আরও কয়েকদিন, যেহেতু হাতে সময় আরও আছে।”
এদিন মানি চেঞ্জারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের ডলার বিক্রেতাদের দেখা গেলেও ক্রেতা ছিল অনেক কম।
ডলারের দর নিয়ন্ত্রণে এর আগে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোর বিক্রয় দরের চেয়ে সর্বোচ্চ দেড় টাকা মুনাফা করার সীমা বেঁধে দিয়েছিল মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোকে।
গত বুধবারের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংক যে দরে কাগুজে এ মুদ্রাটি বিক্রয় করবে তার সঙ্গে খোলা বাজারের দরে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা যোগ করা যাবে।
আর ব্যাংকের বেলায় বৈদেশিক মুদ্রা বিক্রয়কারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদার ঠিক করে দেওয়া দরই সর্বোচ্চ দর হবে বলে জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
খোলা বাজারে দর র্নিধারণের আগে বাণিজ্যিক ব্যাংকের জন্যও মুনাফা নির্ধারণের সীমা বেঁধে দেওয়া হয়।
ওই সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান থেকে ব্যাংকগুলো যে দরে ডলার কিনবে তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দরে বিক্রি করতে পারবে।
অতিরিক্ত মুনাফা করায় ৬ ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণ ও ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর মানি চেঞ্জারদের বিষয়ে এমন সিদ্ধান্ত আসে।
মঙ্গলবার পল্টন এলাকার কয়েকটি মানি চেঞ্জারের মালিকদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। কেউ ডলারের দাম জানতে চাইলেই জিজ্ঞাসা করা হচ্ছিল, পাসপোর্ট আছে কি না?
ক্রেতার পক্ষ থেকে পাসপোর্ট নেই-এমন জাবাব আসা মাত্রই মানি চেঞ্জার প্রতিষ্ঠানের পক্ষ থেক জানিয়ে দেওয়া হচ্ছে, পাসপোর্ট ছাড়া ডলার বিক্রি হবে না।
পাসপোর্ট ছাড়া যারা ডলার কিনতে এসেছেন তাদের দরও বলছেন না, ফিরিয়ে দিচ্ছেন বারবার।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ)পক্ষ থেকে ২৮টি মানি চেঞ্জার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করার খবরে এমন সতর্কতা দেখা যায়। অনেকে ডলার বিক্রিও কমিয়ে দিয়েছে।
মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলোর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বেসরকারি খাতের এনআরবি ব্যাংক নগদ অর্থে ডলার বিক্রি করেছে সর্বোচ্চ ১০৮ টাকায়, কিনেছে ১০৭ টাকায়।
অন্যদিকে সিটি ব্যাংক নগদে ডলার বিক্রি করেছে ১০৬ টাকায়, কিনেছে ১০৫ টাকা ৫০ পয়সায়। ইস্টার্ন ব্যাংক ডলার বিক্রি করেছে ১০৫ টাকা ৫০ পয়সায়, কিনেছে ১০৫ টাকায়।
খোলা বাজারে ডলারের এমন দরের মাঝেও ব্যাংকের কাছে ৯৫ টাকা দরে বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক।
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার মধ্যে গত বছরের শেষ থেকে ডলারের দাম বাড়তে থাকে।
কেন্দ্রীয় ব্যাংক দফায় দফায় বাজারে ডলার ছাড়ার পাশাপাশি কিছু পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি কিছুটা সামলে উঠলেও জুলাই মাসের মাঝামাঝি আন্তর্জাতিক মুদ্রাটির বিনিময় হার আবারও ১০০ টাকা ছাড়িয়ে যায়।
গত ১১ অগাস্ট বিনিময়মূল্য ১২১ টাকা টপকে ইতিহাসের সর্বোচ্চ হয়ে ওঠে। এমন অস্থিরতার মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, এর পেছেন ‘কিছু কারসাজি’ চিহ্নিত করেছে সরকার।
দর নিয়ন্ত্রণে মানি এক্সচেঞ্জগুলোতে অভিযান শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। কেউ যাতে ডলার মজুদ না করে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও হুঁশিয়ারি দেওয়া হয়।
গত সপ্তাহ পর্যন্ত ১৩৫টি মানি চেঞ্জারে অভিযান চালিয়ে ৪২টিতে অনিয়ম পাওয়ায় কারণ দর্শানোর (শো কজ) নোটিশ দেওয়া হয়। এছাড়া পাঁচটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিতের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।
পরে মানি চেঞ্জারগুলোর ব্যাংক হিসাব থেকে লেনদেনের তথ্য বিশ্লেষণের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।
আরও খবর
এবার মানি এক্সচেঞ্জের ডলার বিক্রির সীমা নির্ধারণ
আরও ছয় শতাধিক শাখায় ডলার বিক্রি করতে চায় ব্যাংক
৩ মানি এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত, ১১টির বিরুদ্ধে মামলার নির্দেশ