দেশি কোম্পানির তেল কিনছে টিসিবি: লিটারে বেশি ২৮ টাকা

দুই সপ্তাহ আগে ব্রাজিল থেকে কম দরে সয়াবিন তেল কিনলেও তা দেশে আসতে তিন মাস লেগে যাবে বলে জানায় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2022, 04:42 PM
Updated : 14 Dec 2022, 04:42 PM

দ্রুত সরবরাহ পেতে দেশি তিন সরবরাহকারীদের কাছ থেকে সয়াবিন তেল কিনতে ১৫ দিন আগের আমদানি দরের চেয়ে লিটারে ২৮ টাকা বেশি গুণতে হচ্ছে সরকারি বিপণন সংস্থা টিসিবিকে।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাবে টিসিবির জন্য দুই কোটি ৭৫ লাখ টন সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়। এ জন্য মোট খরচ হবে ৫০৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা।

এ হিসাব অনুযায়ী, লট ভেদে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়ছে ১৮৪ থেকে ১৮৬ টাকার মধ্যে।

এর আগে গত ৩০ নভেম্বর ক্রয় কমিটির বৈঠকে ১৫৭ টাকা লিটার দরে বিশ্ববাজার (ব্রাজিল) থেকে দুই কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনে টিসিবি। তবে দেশের বাজারে দাম অনেক বেশি হওয়ায় সেখান থেকে সংগ্রহ করতে গিয়ে ১৫ দিনের ব্যবধানে লিটারপ্রতি দিতে হচ্ছে ১৮৫ টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দেশের তিন কোম্পানির থেকে কেনা হচ্ছে এ তেল।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিটি ও টিকে গ্রুপ এবং বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানির কাছ থেকে এ তেল কেনা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে দাম কম হওয়ার পরও দেশের বাজার থেকে কেনার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “গত মাসে ব্রাজিল থেকে যে তেল কেনা হয়েছে তা দেশে আসতে তিন মাস লেগে যাবে। তাই জানুয়ারি মাসে টিসিবির বিপণন চালু করার জন্য এই তেল কেনা হচ্ছে। জানুয়ারির মধ্যেই আমরা এসব তেল পেয়ে যাব।”

বুধবার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, “সিটি গ্রুপের কাছ থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতি লিটার ১৮৪ টাকা ৮৪ পয়সা দরে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হচ্ছে। এতে খরচ হচ্ছে ২০৩ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা।

“টিকে গ্রুপের কাছ থেকে ১৮৫ টাকা ৯৫ পয়সা দরে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হচ্ছে, যার মোট খরচ ২০৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা।

“এছাড়া বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানির কাছ থেকে ১৮৪ টাকা ৫০ পয়সা দরে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হচ্ছে। এতে মোট খরচ হচ্ছে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।”

Also Read: ১৫৭ টাকা দরেই সয়াবিন তেল পাচ্ছে টিসিবি

Also Read: টিসিবির ফ্যামিলি কার্ডে চিনি আর ডালের দাম বাড়ল

টিসিবির কর্মকর্তারা জানান, দেশের বাজার থেকে সয়াবিন তেল কিনতে গেল মিল মালিকরা ডিলারদের জন্য নির্ধারিত দামে তেল বিক্রি করলেও এর সঙ্গে ভ্যাট ও কর বাবদ আরও ৫ টাকা ৬০ পয়সা বেশি যুক্ত হয়। এজন্য বিদেশ থেকে তেল আমদানির চেষ্টা থাকে তাদের।

সরকার নির্ধারিত এক কোটি ‘ফ্যামিলি কার্ডধারী’দের মধ্যে ১১০ টাকা লিটার দরে মাসে দুই লিটার করে তেল বিক্রি করে টিসিবি। এ হিসাবে মাসে দুই কোটি লিটার তেল লাগে।