দেশের সব ডেইরি ফার্মকে এ বোর্ডের অধীনে চলতে হবে; দুগ্ধজাত পণ্যের ব্যবসা করতেও বোর্ডের নিবন্ধন লাগবে।
Published : 10 Apr 2023, 10:18 PM
মানসম্মত দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং বিপণন নিশ্চিতে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড’ গঠনের লক্ষ্যে আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, “এ বোর্ডের মূল কাজ হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালন, চিকিৎসা সেবা দান, মানসম্মত দুধ উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া। এছাড়া ডেইরি ও ডেইরি পণ্যের গুণগত মান নির্ধারণ, কারিগরি সহায়তা এবং এই খাতের উন্নয়নের জন্য পরামর্শ দেওয়া হবে বোর্ড থেকে।”
বোর্ডের পর্ষদ সম্পর্কে তিনি জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এই বোর্ডের চেয়ারম্যান হবেন। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, প্রাণিসম্পদ অধিদপ্তর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমবায় অধিদপ্তর, বাণিজ্যিকভাবে দুগ্ধ উৎপাদনকারী ও ব্যবসা পরিচালনাকারী কোম্পানি থেকে দুইজন প্রতিনিধি থাকবেন। সব মিলিয়ে ১৯ জন সদস্যের পর্ষদ হবেন।
দুগ্ধজাত খাবারের মান নিয়ন্ত্রণ করবে ডেইরি উন্নয়ন বোর্ড, আইন হচ্ছে
দেশের সব ডেইরি ফার্মকে বোর্ডের অধীনে চলতে হবে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এখন প্রাণিসম্পদ অধিদপ্তর যে কাজগুলো করছে, সেগুলো ডেইরি উন্নয়ন বোর্ডে চলে আসবে। সরকারি-বেসরকারি সব ডেইরি ফার্ম এই বোর্ডের অধীনে চলবে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড নামের এই প্রতিষ্ঠানে একজন প্রধান নির্বাহী থাকবেন, তাদের নিজস্ব একটা তহবিল থাকবে।”
ডেইরি পণ্যের ব্যবসা করতে হলেও ডেইরি উন্নয়ন বোর্ডে নিবন্ধন করতে হবে বলে জানান মাহবুব হোসেন।