কিছুদিন পরে খেজুর, মসুরের ডালের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে।
Published : 30 Oct 2024, 02:33 PM
রোজা সামনে রেখে সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় ছোলা, চিনি ও সয়াবিন তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, এই তিন পণ্যের সঙ্গে সারও আছে; আগামীতে খেজুর ও মসুরের ডালেও বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের কোনো ঘাটতি হাতে দেওয়া হবে না বলেও আশ্বাস দিয়েছেন উপদেষ্টা।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, "আমরা বারে বারে বলি যে, আমরা অবশ্যকীয় পণ্যের কোনো ঘাটতি হতে দেব না। সার আমদানি, চিনি, ছোলা, সয়াবিন-চারটাযই খুব ইম্পরট্যান্ট। এ চারটাই ক্রয় সভায় অনুমোদন করেছি। এর মধ্যে সয়াবিন ও ছোলা রোজার জন্য।”
তিনি বলেন, "সার্বিকভাবে আমাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্র্যান্ট থাকলেও, আমরা কোনোক্রমে সাধারণ মানুষের, ভোক্তাদের যেন কষ্ট না হয় সে চেষ্টা করব।"