বাংলাদেশে প্রথমবারের মতো হ্যান্ড ক্রাফটেড কিচেন সিংক বাজারে এনেছে আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএফএল জানায়, রাজধানীর একটি হোটেলে ‘ডিলাইট’ মডেলের এই কিচেন সিংকের মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
সিংকটির উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএমআইএলের পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, “এবার আমরা বাজারে এনেছি ‘ডিলাইট’ মডেলের হ্যান্ড ক্রাফটেড কিচেন সিংক। এটিতে ব্যবহার করা হয়েছে ৩০৪ গ্রেডের ফুড গ্রেডের স্টেইনলেস স্টিল, যার ফলে এ কিচেন সিংক দীর্ঘস্থায়ী হয়।
“তাছাড়া এটিতে উন্নতমানের রাবার গার্ড ব্যবহার করা হয়েছে, যার ফলে সিংক ব্যবহারের সময় কোনো শব্দ হয় না।”
হ্যান্ডক্রাফটেড এই কিচেন সিংকের বোলের গভীরতা এবং স্টেইনলেস স্টিলের পুরুত্ব বেশি হওয়ায় তা শতভাগ মরিচা প্রতিরোধী ও দীর্ঘস্থায়ী।
বর্তমানে দুটি সাইজে ‘ডিলাইট’ মডেলের কিচেন সিংক বাজারে পাওয়া যাচ্ছে, এর মধ্যে ডাবল বোল সিংকের সর্বোচ্চ খুচরা মূল্য ১১ হাজার টাকা, সিঙ্গেল বোল সিংকের সর্বোচ্চ খুচরা মূল্য ৬ হাজার ১২৫ টাকা।
অনুমোদিত ডিলার ও আরএফএল ইজিবিল্ডের মাধ্যমে মাধ্যমে এগুলো কেনা যাবে। এছাড়া কেনাকাটার সাইট ‘অথবা ডটকমে’র মাধ্যমেও ক্রেতারা এসব কিচেন সিংক কিনতে পারবেন।
আরএফএল কিচেন সিংকের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) শেখ রাশেদ মাহমুদ ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার রাকিবুল আহসান মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন।