জিক্সার ২৫০ এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা; জিক্সার এসএফ ২৫০ এর দাম ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা।
Published : 02 Dec 2024, 01:47 AM
দেশের বাজারে আড়াইশ সিসি ইঞ্জিনের নতুন দুই মডেলের বাইক নিয়ে এসেছে সুজুকি বাংলাদেশ।
এ কোম্পানি বলছে, তাদের 'জিক্সার ২৫০' ও 'জিক্সার এসএফ ২৫০' মডেলের বাইক দুটি মটোজিপি প্রযুক্তির কল্যাণে ‘পারফর্ম্যান্স ও ডিজাইনের নতুন মাইলফলক' স্থাপন করেছে।
রোববার রাতে রাজধানীর তেজগাঁওয়ে 'আলোকি' প্রাঙ্গণে নতুন এ মডেল দুটি উন্মোচন করা হয়।
সুজুকি বাংলাদেশ জানিয়েছে, দুটি মডেলেই ২৪৯সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে ফুয়েল ইনজেকশন (এফআই) প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ব্যবহার করা হয়েছে SOCS খ্যাত
'সুজুকি অয়েল কুলিং সিস্টেম'।
বাইক দুটি ৯৩০০ আরপিএমে সর্বোচ্চ ২৬.১৩ ব্রেক হর্স পাওয়ার শক্তি এবং ৭৩০০ আরপিএমে সর্বোচ্চ ২২.২ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। জ্বালানি ছাড়া ওজন বা 'ড্রাই ওয়েট' 'জিক্সার ২৫০' এর ১৫৬ কেজি এবং 'জিক্সার এসএফ ২৫০'এর ১৬১ কেজি।
এ মডেল দুটি দেশের বাজারে ২৫০ সিসি সেগমেন্টের 'সবচেয়ে দ্রুততম বাইক' বলে সুজুকি বাংলাদেশের দাবি।
দুটি মডেলেই ডুয়েল-চ্যানেল 'অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম' বা এবিএস ব্যবহার করা হয়েছে। মডেল দুটিতে ৬-স্পিড গিয়ার বক্স ব্যবহৃত হয়েছে।
সুজুকি বাংলাদেশ বলছে, "মডেল দুটিতে ফুয়েল ইনজেকশন প্রযুক্তি সর্বোচ্চ পাওয়ার ডেলিভারি এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। উচ্চতর তাপ ব্যবস্থাপনার জন্য সুজুকি অয়েল কুলিং সিস্টেম (SOCS) ব্যবহার করে উচ্চ চাপের মধ্যেও সামঞ্জস্যপূর্ণ কর্মক্ষমতা নিশ্চিত করে।
"মটোজিপি প্রযুক্তির আদলে তৈরি ইঞ্জিনের কারণে এই বাইকগুলো পারফরম্যান্স ও এফিসিয়েন্সির পাশাপাশি রাইডিংয়ের ক্ষেত্রেও দেবে রেসিং টেকনোলজির অনন্য অভিজ্ঞতা। উভয় মডেলেই ৬-স্পিড গিয়ারবক্স সঠিক শক্তি সরবরাহ এবং নিখুঁত নিয়ন্ত্রণ নিশ্চিত করে। ডুয়েল-চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রাইডারদের উচ্চ গতিতে বা হঠাৎ ব্রেকিংয়ের সময় নিরাপত্তা এবং স্থিতিশীলতা দেয়, যা বিভিন্ন রাস্তায় আত্মবিশ্বাসী রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।"
উভয় মডেলেই এলইডি হেডলাইট এবং টেইললাইট, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং রাইডার ও প্যাসেঞ্জার উভয়ের জন্য স্প্লিট সিট রয়েছে।
জিক্সার ২৫০ 'ম্যাট ব্ল্যাক' এবং 'ম্যাট ব্লু' দুটি রঙে পাওয়া যাবে। অন্যদিকে, জিক্সার এসএফ ২৫০ চারটি রঙে পাওয়া যাবে। 'ম্যাট ব্ল্যাক' এবং 'ম্যাট ব্লু'র পাশাপাশি এসএফ ২৫০ এর নিউ মটো জিপি এডিশন এবং নাইট্রো নিয়ন এডিশনে বাজারে পাওয়া যাবে।
জিক্সার ২৫০ এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা; জিক্সার এসএফ ২৫০ এর দাম ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা।
এছাড়া জিক্সাএ এসএফ ২৫০ এর নিউ মটো জিপি অ্যাডিশন এবং নাইট্রো নিয়ন অ্যাডিশনের দাম ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৯৫০ টাকা।
আগামী ৩ ডিসেম্বর থেকে দেশে সবগুলো সুজুকি শোরুম ও ডিলার পয়েন্ট নতুন মডেলগুলো প্রদর্শন করে প্রি-বুকিং নেওয়া শুরু হবে। ডিসেম্বর মাসেই প্রি-বুকিং দেওয়া ক্রেতাদের হাতে বাইক তুলে দেওয়া শুরু করবে সুজুকি বাংলাদেশ। দুটি মডেলেই ৩ বছরের ওয়ারেন্টি ও ৬টি ফ্রি সার্ভিস দেওয়া হবে।
সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ, র্যানকন মোটর বাইকস লিমিটেডের জিএমডি রোমো রউফ চৌধুরী, র্যানকন হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার এ কে এম তৌহিদুর রহমান এবং হেড অব মার্কেটিং আমীন মাহমুদ মডেল দুটির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শোয়েব আহমেদ বলেন, "সুজুকি জিক্সার ২৫০ সিরিজ আমাদের মটোজিপি-অনুপ্রাণিত ডিএনএ এবং উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে তৈরি। এই সিরিজটি ২৫০ সিসি সেগমেন্টে নতুন মাইলফলক স্থাপন করেছে, যাতে রেসিং পারফর্ম্যান্স আর কমফোর্ট দুটোই বিদ্যমান।"
তৌহিদুর রহমান বলেন, "এই বাইকগুলো রোমাঞ্চকর কিন্তু নিয়ন্ত্রিত অভিজ্ঞতা নিশ্চিত করতে নিখুঁতভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। উন্নত এফআই প্রযুক্তি এবং অ্যারোডাইনামিক ডিজাইন নিশ্চিত করেছে জিক্সার ২৫০ সিরিজ, যা বাংলাদেশের রাইডারদের জন্য অনন্য গতি, শক্তি এবং স্টাইলের নিশ্চয়তা দেয়।"