এতে কোম্পানির এএমএল-সিএফটি বিভাগের ঢাকাসহ সারাদেশের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
Published : 15 Dec 2024, 08:48 PM
অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নিয়োজিত কর্মকর্তাদের দক্ষতা আরও বাড়াতে দুই দিনের বার্ষিক সেমিনারের আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ।
বুধ ও বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এ সেমিনারে এ বিষয়ক কমপ্লায়েন্সের চ্যালেঞ্জ, নতুন পণ্য ও সেবার ব্যবহার এবং এ বছরের কাজের মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি আগামীতেও গ্রাহক ও অংশীজনদের জন্য বিকাশের সব কার্যক্রমে কমপ্লায়েন্স ও নিয়মনীতি মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, রিপোর্টিং অর্গানাইজেশন হিসেবে বিকাশ নিয়ন্ত্রণকারী সংস্থার নির্দেশনা অনুসারে দেশের বিভিন্ন অঞ্চলে কমপ্লায়েন্স টিম নিয়োগ করেছে।
এতে বলা হয়েছে, কোম্পানিটি নিয়মিতভাবে অর্থপাচার রোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের পাশাপাশি ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশ বিশেষ কাস্টমাইজড কমপ্লায়েন্স টুল ‘এএমএল ৩৬০ ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন সল্যুশন’ ও স্ক্রিনিং ইনটেলিজেন্স সিস্টেম (এসআইএস) এর মাধ্যমে যেকোনো ধরনের সন্দেহজনক লেনদেন শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এমএফএস খাতে ‘ভূমিকা’ পালন করছে।
সেমিনারে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া কোম্পানির এএমএল-সিএফটি বিভাগের ঢাকাসহ সারাদেশের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।