আরও ফিনিশ ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে প্রধান উপদেষ্টাকে বলেন তিনি।
Published : 04 Nov 2024, 12:16 AM
কক্সবাজারের একক ব্যবহারের প্লাস্টিককে পুনর্ব্যবহার করতে প্লাস্টিক শিটে রূপান্তরে আগ্রহ দেখিয়েছি ফিনল্যান্ডের একটি কোম্পানি।
রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে বিষয়টি তুলে ধরেন ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভার্তা।
রাষ্ট্রদূত বলেন, একটি ফিনিশ প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানি কক্সবাজারে একক ব্যবহারের প্লাস্টিককে প্লাস্টিক শিটে রূপান্তর করতে আগ্রহী, যা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয়কেন্দ্রে ব্যবহার করা যেতে পারে।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে পরে বৈঠকের বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, রাষ্ট্রদূত বলেছেন আরও ফিনিশ ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। এজন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) দ্রুত প্রক্রিয়াকরণের আহ্বান জানিয়েছেন তিনি।
বৈঠকে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণআন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থন এবং সংস্কারে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত লাহদেভার্তা বলেন, তার দেশের সরকার রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ইউরো এবং আরও ১০ লাখ ইউরো নাগরিক সমাজের মাধ্যমে প্রদান করবে।
প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের বিপ্লব ও সংস্কার কমিশনের কাজ এবং তার সরকারের কাছ থেকে জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা বলেন।
“স্বৈরাচারী শাসক দেশ ছাড়ার পর দেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল, কিন্তু দ্রুত ও কঠোর সংস্কারমূলক পদক্ষেপ ইতোমধ্যে পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়ক হয়েছে।”
তিনি বলেন, ‘রিজার্ভ বাড়ছে’ এবং সরকার রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক অর্থ পরিশোধ শুরু করেছে। তিনি আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিয়েছেন বলে তুলে ধরেন।