শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঢাকার কারওয়ান বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Published : 28 Aug 2024, 08:34 PM
সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বৃদ্ধি ঠেকাতে মধ্যরাতে ডিমের পাইকারি দোকান ও আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঢাকার কারওয়ান বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে সংস্থাটি।
এ সময় ডিমের মূল্য তালিকা এবং বিক্রয় রিসিটে অতিরিক্ত দাম লেখা থাকায় একটি আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় এক পাইকারি ক্রেতাকেও ১০ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, “কারসাজি করে দাম বেশি নেওয়া হচ্ছে। মূল্য তালিকায় যে দাম লেখা আছে, আমরা দেখলাম ক্যাশম্যামোতে দাম বেশি লেখা হচ্ছে।
“এই কারসাজিতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতি ছিল। ক্রেতাদের পকেট থেকে অতিরিক্ত টাকা কাটার যে ফন্দি সেটাই একানে করা হয়েছে। তাই ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”