এই হারবাল বিশেষজ্ঞ বলছেন, মায়া অল নেচারাল হেয়ার অ্যান্ড স্ক্যাল্প অয়েলে দ্রুত নতুন চুল গজাবে। আর মায়া ট্রু হার্বস মেরুলা অয়েল ত্বকের গভীর পর্যন্ত আর্দ্র রাখে, কালো দাগ ও বলিরেখা দূর করে।
Published : 24 May 2023, 10:56 AM
সৌন্দর্য চর্চায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড বাজারে এনেছে নেচারাল হারবাল ব্র্যান্ড ‘মায়া’। এরই মাঝে বাজারে এসেছে দুটি হারবাল তেল, যার একটি ‘মায়া ট্রু হার্বস মেরুলা অয়েল’ এবং অন্যটি ‘মায়া অল নেচারাল হেয়ার অ্যান্ড স্ক্যাল্প অয়েল’।
বাজারে এত পণ্যের ভিড়ে কী বিশেষত্ব নিয়ে এল মায়া হারবাল তেল? কেশের যত্নে এ তেল কীভাবে কাজ করবে?
এ প্রতিষ্ঠানের হারবাল বিভাগের প্রধান ড. যোশী এক সাক্ষাৎকারে বললেন ভোক্তাদের সেরা ভেষজ পণ্য দিতে তাদের প্রচেষ্টা আর গবেষণার কথা।
প্রশ্ন: নতুন এই হারবাল ব্র্যান্ডের পেছনের গল্পটি কী?
যোশী: আসলে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড সব সময়ই ভোক্তাদের সেরা পণ্যটি দিতে চেয়েছে; দিয়ে এসেছে। ফেব্রিক থেকে গৃহস্থালী পণ্য, শিশু ও বড়দের ত্বক ও শরীরের যত্নে বিশ্বমানের পণ্যের পসরা নিয়ে মান ও ভরসার প্রতীক হয়ে উঠেছে এ কোম্পানি। চার হাজার কর্মীর নিরলস চেষ্টায় একে একে মেরিল, সেনোরা, সেপনিল, জুঁই, কুল ব্র্যান্ড নিয়ে দেশের ৭০ শতাংশ ঘরে জায়গা করে নিয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। এর সঙ্গে এবার যোগ হল মায়া।
স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী প্রাকৃতিক উপাদানে প্রস্তুত সৌন্দর্য চর্চার পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী। বাজারে অনেক রকম পণ্য থাকলেও নির্ভেজাল পণ্যের আশ্বাস নেই। এখন তাই ভেষজ সৌন্দর্য চর্চায় মানুষের সচেতনতা দিন দিন বাড়ছে। দেশে আমদানি হয়ে আসা কিছু বিদেশি পণ্য দোকানে পাওয়া গেলেও দাম অনেকের ক্রয়সীমার বাইরে। আর তাই অঞ্জন চৌধুরীর স্বপ্নে অনুপ্রাণিত হয়ে সাধ্যের মধ্যে নির্ভেজাল ও প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ পণ্য নিয়ে এসেছে মায়া। স্কয়ারের ভেষজ পণ্য নিয়ে প্রথম উদ্যোগ হল মায়া।
আসছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ‘মায়া’
প্রশ্ন: হারবাল পণ্যের উপাদান সংগ্রহে স্কয়ার কীভাবে কাজ করছে?
যোশী: প্রসাধনী ও টয়লেট্রিজ সামগ্রীর অধিকাংশ কাঁচামাল আমদানি করতে হয় বিদেশ থেকে। কিন্তু মায়ার বেলায় দেশীয় উপাদান দিয়ে পণ্য উৎপাদন করছি আমরা। এর মধ্যে আমাদের একটি প্ল্যান্ট বসানো হয়েছে যেখানে ভেষজ নির্যাস উৎপাদন করা হচ্ছে; যা পরে আমাদের পণ্যে যোগ করা হয়। কিছু কিছু উপাদান আমরা বিদেশ থেকে সংগ্রহ করছি, তবে এসব অবশ্যই প্রাকৃতিক ও সেরাটিই। অ্যালোভেরা, গোলাপ, তিলের তেল, নিমপাতা, দারুচিনি, জাতামানসি, রতনজট, কারিপাতা, কালোজিরা, শিকাকাই, মেহেদী পাতা বাংলাদেশ থেকেই সংগ্রহ করি আমরা। মেরুলা তেল আফ্রিকা থেকে, অর্গান তেল মরক্কো থেকে আনা হয়।
প্রশ্ন: নতুন দুই হারবাল তেলে কী উপকার মিলবে?
যোশী: মায়া ব্র্যান্ডের নতুন দুটি তেল এরমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে। ভোক্তাদের থেকে খুব ভালো সাড়াও পাচ্ছি আমরা। মায়া অল নেচারাল হেয়ার অ্যান্ড স্ক্যাল্প অয়েল পাঁচ হাজার বছরের পুরনো শীরপাক বিধি থেকে প্রস্তুত করা হচ্ছে। এর বোতলের সাথে একটি রুট-অ্যাপ্লিকেটর রয়েছে। ফলে সহজেই মাথায় তালুতে তেল দেওয়া যায়, এতে চুলের গোড়ায় গোড়ায় তেলের গুণাগুণ পৌঁছে যায়। ১৭টি ভেষজ উপাদানে তৈরি এই তেল নিয়মিত চুলের গোড়ায় দিলে চুল ঝরে যাওয়া কমে আসবে এবং দ্রুত নতুন চুল গজাবে। এই তেল একেবারেই প্রাকৃতিক, এমনকি আমরা এই তেলে কোনো ধরনের কৃত্রিম সুগন্ধি যোগ করিনি।
মায়া ট্রু হার্বস মেরুলা অয়েল তৈরি করা হয় আফ্রিকার মেরুলা ফল থেকে। রাসায়নিক ছাড়া নির্দিষ্ট তাপ দিয়ে ও চাপ প্রয়োগে বীজ ভেঙে তেল নিষ্কাশন করা হয়; অর্থ্যাৎ শতভাগ কোল্ড-প্রেসড পদ্ধতিতে তৈরি এই নির্ভেজাল ও রাসায়নিক মুক্ত তেল এনেছি আমরা ভোক্তাদের জন্য। মেরুলা তেল ত্বকের গভীর পর্যন্ত আর্দ্র রাখে, কালো দাগ ও বলিরেখা দূর করে। এই তেল চুলেও দেওয়া যায়। এতে চুল কোমল হবে, রুক্ষতা কমে আসবে।
প্রশ্ন: মায়ার হারবাল তেল দুটি কোথায় মিলবে? দাম ভোক্তাদের হাতের নাগালে থাকবে তো?
যোশী: দুটি তেলই বাজারে চলে এসেছে। যে কোনো দোকান বা সুপার শপ থেকে ভোক্তারা মায়া ব্র্যান্ডের পণ্য দুটি কিনতে পারবেন। মায়া অল নেচারাল হেয়ার অ্যান্ড স্ক্যাল্প অয়েল মিলছে রুট অ্যাপ্লিকেটরসহ ১০০ মিলিলিটার বোতলে। মায়া ট্রু হার্বস মেরুলা অয়েল পাওয়া যাচ্ছে ৩০ মিলিলিটার বোতলে। মোড়কের গায়ে তেলের ব্যবহার বিধিও বলা আছে।
ভেষজ এই তেল নারী ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবেন। ভোক্তাদের সৌন্দর্য চর্চায় ভেষজ এই পণ্যের মূল্য তাদের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে।
প্রশ্ন: আগামী দিনে নতুন কী পণ্য আনবে মায়া?
যোশী: মায়া মানে মমতা; ইংরেজিতে যাকে বলে অ্যাফেকশন। আমরা মানুষের যত্ন নিতে চাই, প্রকৃতির যত্ন নিতে চাই। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের নতুন ব্র্যান্ড মায়া সেই বার্তা নিয়ে এসেছে। মানুষের পছন্দ ও চাহিদা ভেদে আমাদের আরও কিছু পণ্য শিগগিরই আসবে। তবে বাজারে এসব পণ্য আনার আগে আমরা বিশদ গবেষণা করে দেখছি।
ডিসক্লেইমারএটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।