রবির আর-ভেঞ্চারস ৩.০ ফাইনালে ১১ দল

সেমিফাইনালে অংশ নেওয়া ২৫ দল থেকে জুরি বোর্ড এদের বাছাই করেছে।

নিউজ ডেস্ক
Published : 28 Feb 2023, 11:19 AM
Updated : 28 Feb 2023, 11:19 AM

রবির ডিজিটাল উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারস ৩.০- এর সেমিফাইনালে সেরা ১১ দলের আইডিয়া নির্বাচিত হয়েছে। এই ১১ স্টার্ট-আপ নিয়েই এবারের আসরের ফাইনাল রাউন্ড শুরু হতে যাচ্ছে।

সেমিফাইনালে ২৫টি দল প্রতিযোগিতা করেছিল। এদের সবাইকেই স্টার্টআপ প্রশিক্ষণ দিয়েছে খাত বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল। প্রশিক্ষণ শেষে সেমিফাইনালিস্টরা জুরি বোর্ডের কাছে নিজেদের আইডিয়া উপস্থাপন করে।

জুরি প্যানেলে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, এসবিকে টেক ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, রেডডট ডিজিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসিব মুস্তাবসির এবং সিটি ব্যাংকের হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়ালের মুজতানিবুল আহমেদ উপস্থিত ছিলেন।

ফাইনালের জন্য নির্বাচিত দলগুলো হচ্ছে- ফিনটেক থেকে জমা ও হিসাবপ্লাস, অ্যাসিস্টিভ টেকনোলোজি থেকে দৃষ্টি, ই-কমার্স ও রিটেইল থেকে ডিজি দোকান লিমিটেড, গার্মেন্টস টেক থেকে ফেব্রিক লাগবে লিমিটেড, সফটওয়্যার অ্যান্ড টেকনোলোজি থেকে এএনটিটি রোবোটিকস, গ্রিনটেক/মোবিলিটি থেকে মাইল, কনজিউমার সার্ভিসেস থেকে ইয়োর-ক্যাম্পাস, সার্কুলার ইকোনমি/ক্লিনটেক থেকে রিসাইকেল জার ইকোসিস্টেম, লিগ্যাল টেক থেকে উকিল এবং হেলথ টেক ইন্ডাস্ট্রি থেকে রিল্যাক্সি লিমিটেড।

শিগগিরই এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।

ডিসক্লেইমার
এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।