ফ্রান্সের মাঠে উদীচীর বৈশাখী মেলা

বর্ষবরণের এই আয়োজন দেরি করে হলেও সেদিন বৈশাখী মেলায় এসে ফ্রান্সের বুকে এক খণ্ড বাংলাদেশ খুঁজে পেয়েছিলেন সবাই।

অনুপম বড়ুয়া টিপুঅনুপম বড়ুয়া টিপুনাগরিক সাংবাদিক
Published : 25 May 2023, 11:03 PM
Updated : 25 May 2023, 11:03 PM

পরিবার-পরিজন নিয়ে হাজার হাজার বাংলাদেশির সমাগম হয়েছে ফ্রান্সের এক মাঠে। সেখানে সারি সারি দোকানে বিরিয়ানি, চটপটি, ফুচকা বেচার ধুম। চারদিকে চলছে বাংলা ভাষাভাষীদের নানা আয়োজন। 

গত ২১ মে ফ্রান্সের প্যারিসে সাপ্তাহিক ছুটির বিকালে এমন এক বৈশাখী মেলা বসিয়েছিল উদীচী।

বর্ষবরণের এই আয়োজন দেরি করে হলেও সেদিন বৈশাখী মেলায় এসে ফ্রান্সের বুকে এক খণ্ড বাংলাদেশ খুঁজে পেয়েছিলেন সবাই।

নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিচর্চা ধরে রাখতে দীর্ঘদিন ধরে এমন নানা উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে উদীচী ফ্রান্স সংসদ।

আয়োজনের শুরুতে ফ্রান্সে বড় হয়ে ওঠা শিশু-কিশোর সহ সবাই মিলে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।

মঙ্গল শোভাযাত্রার ব্যাবস্থাপনায় ছিলেন মঞ্চ, সাজসজ্জা ও অভ্যার্থনা বিভাগের নির্বাহী সম্পাদক এলান খান চৌধুরী ।

 ফ্রান্সের স্থানীয় সময় বিকাল ৩টায় মঙ্গল শোভাযাত্রা শেষ হলে শুরু হয় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা পরিচালনা করেন উত্তম কর্মকার।

বয়সভিত্তিক দুই বিভাগে মোট ৬০ জন শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলাদেশিদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয় অন্যান্য জাতি-গোষ্ঠীর শিশু-কিশোররাও।

উদীচী ফ্রান্স সংসদের সংগঠনের সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলাল এবং সংগঠনের সভাপতি কিরণ্ময় মণ্ডল সূচনা বক্তব্য রাখেন।

পরে মঞ্চে এসে শুভেচ্ছা জানান উবারভিলিয়ের সহকারী মেয়র সানড্রিন ডেজির, সহকারী মেয়র  কউরতুম সাক্কো।

উদীচী ফ্রান্স সংসদের সহ-সভাপতি সাখাওয়াত হাওলাদার বলেন, আলোচনা পর্ব শেষে ছিল উদীচীর শিল্পীদের পরিবেশনা।

বর্ষবরণ আয়োজনে অনুষ্ঠান পরিকল্পনা এবং সংগীত পরিচালনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি শিল্পী রোজী মজুমদার। যন্ত্রানুসঙ্গ নির্দেশনায় ছিলেন সংগঠনের সহ সভাপতি শিল্পী সাগর বড়ুয়া।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক শম্পা বড়ুয়া এবং সংগীত বিভাগের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম।

এই বর্ষবরণ অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি কিরন্ময় মণ্ডল ।

আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান citizen.journalism@bdnews24.com  ঠিকানায়।  
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি  citizen.journalism@bdnews24.com  ঠিকানায় ইমেইল করুন।