লাগাতার বৃষ্টিতে দিনাজপুরে জলাবদ্ধ সবজি ক্ষেত

বৃষ্টিতে ক্ষেতে পানি জমায় নেতিয়ে পড়েছে সবজি গাছের চারা এবং পচতে শুরু করেছে উঠতি ফসল।

প্রদীপ রায় জিতুপ্রদীপ রায় জিতুনাগরিক সাংবাদিক
Published : 6 Oct 2023, 03:58 PM
Updated : 6 Oct 2023, 03:58 PM

দিনাজপুরের বীরগঞ্জে শীতের সবজির আগাম চাষ করছেন অনেক কৃষক।

ফুলকপি, পাতাকপি, শিম, মুলা, কাঁচামরিচ, টমেটো, বরবটি, বেগুন, পালংশাক, লালশাক, লাউ চাষে জমি সবুজ হয়ে উঠেছিল।

কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিতে  কৃষকের কপালে ভাঁজ দেখা দিয়েছে।

অতিবৃষ্টির কারণে বীরগঞ্জ উপজেলার সবজিগ্রাম নামে সাতোর ইউনিয়নের প্রাণনগর, মোহনপুর এবং শিবরামপুর, সুজালপুর, শতগ্রাম ইউনিয়নের অনেক ক্ষেতে আগাম সবজির ক্ষতির  আশঙ্কা করছেন চাষিরা।

বৃষ্টিতে ক্ষেতে পানি জমায় নেতিয়ে পড়েছে সবজি গাছের চারা এবং পচতে শুরু করেছে উঠতি ফসল।

উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের সবজি চাষি গ্রামের আবু রায়হান বলেন, “আমি একটি বেসরকারি এনজিও থেকে ঋণ নিয়ে দুই বিঘা জমিতে আগাম জাতের ফুলকপি চাষ করেছি।  

“প্রতিটি গাছ বেড়ে উঠেছিল সতেজ হয়ে কিন্তু বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে ফুলকপির গাছগুলো দুর্বল হয়ে যাচ্ছে এবং নেতিয়ে পড়েছে মাটির সাথে।”

একই কথা বললেন সবজি চাষি কায়সার আহমেদ। তিনি শীতের সবজি ফুলকপি, পাতাকপি চাষ করেন।

এই কৃষক বলেন, ”কয়েক বছর ভালো টাকা লাভ করেছি। তবে এবার বৈরী আবহাওয়ার কয়েক দিন প্রচণ্ড তাপদাহের পর টানা বর্ষণ শুরু হয়েছে।

”এতে ফসলের যে ক্ষতি হলো আসল টাকা তুলতে পারব কি না জানি না।”

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, উপজেলা বেশিরভাগ শীতের সবজি আবাদ হয় প্রাণনগর গ্রামে।

”আগাম সবজি চাষ একটু কঠিন কাজ। চারা রোপণের পর থেকে প্রতিনিয়ত জমিতে ক্ষেত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরিচর্যা করতে হয়।”

”তাপদাহের পর বর্তমানে টানা বৃষ্টির ফলে আগাম সবজি চাষে আশঙ্কার সৃষ্টি হয়েছে। অতি বৃষ্টির ফলে

শিকড়ে পচন ধরলে চারা মরে যেতে পারে।এতে ক্ষতির মুখে পড়তে পারে আমাদের কৃষক।“

আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা (ইউনিকোডে)/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান citizen.journalism@bdnews24.com  ঠিকানায়।  
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি  citizen.journalism@bdnews24.com  ঠিকানায় ইমেইল করুন।