২৯টি রোজা হলে এক দিন বেশি ছুটি হবে। সরকার অবশ্য ৩০টি রোজা ধরে ছুটির হিসাব করেছে।
Published : 13 Mar 2024, 06:42 PM
এবার রোজার ঈদ ও বাংলা নববর্ষ কাছাকাছি সময়ে আসায় ছয়দিন ছুটি ভোগ করার সুযোগ তৈরি হতে পারে।
২৯টি রোজা হলে এই ছয় দিন ছুটি মিলবে। তবে যদি ৩০টি রোজা হয়, তাহলে ছুটি মিলবে পাঁচ দিন।
অবশ্য রোজা ৩০টি পূর্ণ হবে ধরে নিয়ে সরকারি ছুটির তালিকায় এবার ১১ এপ্রিল রোজার ঈদের ছুটি ঠিক করে রাখা হয়েছে, সেদিনটি থাকবে বৃহস্পতিবার।
ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকলেও ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সেই হিসাবে ঈদের মূল ছুটি থাকছে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার)। পরদিন ১৩ এপ্রিল শনিবারও সাপ্তাহিক ছুটি। তার পরের দিন আবার ১৪ এপ্রিল রোববার বাংলা নববর্ষের ছুটি।
সে হিসেবে এবারের ঈদে কমপক্ষে পাঁচদিন টানা ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
তবে ২৯ রোজার পর ঈদ হলে ছুটি আরও একদিন বেড়ে যাবে। সেক্ষেত্রে সরকারি নির্বাহী আদেশে ছুটি শুরু হবে ৯ এপ্রিল মঙ্গলবার থেকে। সব মিলিয়ে ঈদে ছুটি হয়ে যাবে মোট ছয়দিন।
সমাজসেবা বিভাগের কর্মকর্তা জাহিদুল ইসলাম ছুটির এই হিসাব শুনে বেশ খুশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হিসাব করে দেখলাম এবার ঈদের ছুটি পাঁচদিনও হতে পারে আবার ছয়দিনও হয়ে যেতে পারে। অনেকদিন পর পরিবার পরিজনের সঙ্গে লম্বা একটা ছুটি কাটানো যাবে।”