স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে শপথ অনুষ্ঠানের দিনক্ষণ অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব।
Published : 11 Apr 2023, 07:46 PM
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নেবেন আগামী ২৪ এপ্রিল।
ওইদিন বেলা ১১টায় তাকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার সংসদ ভবনে স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মো. সাহাবুদ্দিনকে ফোন করে আবদুল হামিদের অভিনন্দন
বঙ্গবন্ধুর ডাকে রাজপথে নামা সাহাবুদ্দিন চুপ্পু যাচ্ছেন বঙ্গভবনে
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিন ও ক্ষণ সম্পর্কে অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব।
দুই বারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উত্তরসূরি সাহাবুদ্দিন হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হবে ২৩ এপ্রিল। পরদিন বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সাহাবুদ্দিন। এ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের আয়োজন করবে।
রাষ্ট্রপতি পদে নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সাহাবুদ্দিন।
২০১৮ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছিলেন আবদুল হামিদ। বাংলাদেশে একমাত্র তিনিই পুরো দুই মেয়াদ রাষ্ট্রপ্রধানের পদে দায়িত্ব পালন করলেন।
বাংলাদেশের আইনে এক ব্যক্তি দুই মেয়াদের বেশি এই পদে থাকতে পারেন না।