আদালত চত্বরে বোমাবাজির ঘটনায় মামলা

বিএনপির ডাকা হরতালের মধ্যে সোমবার বিকালে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে হাতবোমা ফাটানো হয়।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 10:12 AM
Updated : 21 Nov 2023, 10:12 AM

বিএনপির হরতালের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে অজ্ঞাতনামাদের আসামি করে ঢাকার কোতয়ালি থানায় এ মামলা দায়ের করা হয় বলে পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান।

মামলার বাদি হয়েছেন কোতয়ালি থানার এসআই কামরুল হোসেন। এজাহারে বলা হয়- আইনজীবী ও আদালতে আসা বিচারপ্রার্থীদের ‘জীবন ও সম্পত্তির গুরুতর ক্ষতিসাধনে’ ককটেল বিস্ফোরণ ঘটায় নাশকতাকারীরা। এতে আদালতের নিরাপত্তা হুমকির মুখে পড়াসহ বিচার কার্যক্রম বিঘ্নিত হয়।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সোমবার বিকাল ৪টা ১ মিনিটে মহানগর দায়রা জজ আদালত ভবনের জাতীয় পতাকা উত্তোলন বেদীর সামনে হাতবোমা ফাটানো হয়।

ওই আদালতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করায় আদালতে হৈ চৈ হয়। এর মিনিট বিশেক পর আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।

এ ঘটনায় দুজন জড়িত থাকার সন্দেহ করছেন আদালতের কর্মকর্তারা।

সিসিটিভি ভিডিওর বরাতে মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন বলেন, চারতলা থেকে ককটেল সদৃশ বস্তু নিচে ফেলতে দেখা গেছে। এ সময় সেখানে ছিলেন এক নারী ও এক পুরুষ। পরে তারা দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন।

আরও পড়ুন-

Also Read: হরতালের মধ্যে জজ আদালত চত্বরে বোমাবাজি

Also Read: আদালত চত্বরে বোমাবাজির পেছনে দুজন