পুলিশ বলেছে, বোমাবাজিতে জড়িতদের বিষয়ে শিগগির জানানো হবে।
Published : 20 Nov 2023, 08:41 PM
ঢাকার আদালত চত্বরে বোমাবাজির ঘটনার পেছনে দুজন জড়িত থাকার সন্দেহ করছেন আদালতের কর্মকর্তারা।
আদালতের একটি সিসিটিভির ভিডিও ফুটেজের বরাতে মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন বলেছেন, মহানগর দায়রা জজ আদালতের চারতলা থেকে ককটেল সদৃশ বস্তু নিচে ফেলতে দেখা গেছে। এ সময় সেখানে ছিলেন এক নারী ও এক পুরুষ। পরে তারা দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, পুলিশ হাতবোমা নিক্ষেপকারীদের শনাক্ত করেছে।
“সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী ও এক পুরুষ মহানগর দায়রা জজ আদালতের চারতলা থেকে ককটেল সদৃশ বস্তু নিচে ফেলেন। এ সময় তাদের সঙ্গে একটি ছোট শিশুও ছিল। এরপর তারা দ্রুত আদালত চত্বর থেকে চলে যান। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
তবে পুলিশের তরফে বোমাবাজদের শনাক্তের কথা সরাসরি স্বীকার করা হয়নি।
লালবাগ জোনের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরপরই আশেপাশের একাধিক সিসি ফুটেজ দেখা হয়েছে।
“আমরা কাজ করছি। আশা করি, একটা ভাল রেজাল্ট হবে এবং খুব শিগগিরিই তা জানানো হবে।”
আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি তাপস পাল জানান, সোমবার বিকাল ৪টা ১মিনিটে মহানগর দায়রা জজ আদালত ভবনের জাতীয় পতাকা উত্তোলন বেদীর সামনে হাতবোমা ফাটানো হয়।