জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলাচ্ছে।
Published : 31 Aug 2023, 07:08 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতিবাচক নাম পরিবর্তন শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সুনামগঞ্জের জামালগঞ্জের ‘জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র নতুন নাম হয়েছে ‘রূপাবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’।
মৌলভীবাজারের সদর উপজেলার ‘বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র নামকরণ হয়েছে ‘মতিনলভীবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’।
আর নেত্রকোণার পূর্বধলার ‘চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র নাম হয়েছে ‘আলোর ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়’।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে এক সভায় এই তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়।
চলতি বছরের ১৯ জানুয়ারি মন্ত্রণালয়ের জারি করা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী নামকরণ সংক্রান্ত এ পরিবর্তন আনা হয়।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, “দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেকগুলোর নাম শ্রুতিকটূ ও নেতিবাচক ভাবার্থ সম্বলিত, যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিতভাবে বেড়ে ওঠার জন্য অন্তরায়।
“এজন্য মন্ত্রণালয় এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় ইতিহাস, সংস্কৃতির সাথে মানানসই নামকরণের সিদ্ধান্ত নিয়েছে।”
পর্যায়ক্রমে দেশব্যাপী এরকম নেতিবাচক নাম পরিবর্তন করা হবে বলে সে সময় জানান তিনি।