প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির সবশেষ ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে গত ১২ অক্টোবর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 12:44 PM
Updated : 28 Nov 2022, 12:44 PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ এর ফল প্রকাশে ‘প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই’ শেষে আগামী ১৪ ডিসেম্বর বিকালে ফল প্রকাশ করা হবে। 

২০২০ সালের অক্টোবরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

গত ২২ এপ্রিল এই নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা শুরু হয়। এরপর তিন ধাপের লিখিত পরীক্ষা শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১২ অক্টোবর তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রথম ধাপের লিখিত পরীক্ষায় ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন উত্তীর্ণ হন।

Also Read: প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল এ মাসেই হবে

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯ এর ৮ ধারার ২ নম্বর উপধারার (ঘ)-তে বলা হয়েছে, নির্ধারিত কোটার শিক্ষকদের মধ্যে প্রত্যেক ক্যাটাগরিতে (নারী ৬০ শতাংশ, পোষ্য ২০ শতাংশ ও অবশিষ্ট পুরুষ) অবশ্যই ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। 

তবে শর্ত থাকে, এভাবে ২০ শতাংশ কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে।