প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল এ মাসেই হবে

গত ১২ অক্টোবর এই নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হয়েছিল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2022, 03:42 PM
Updated : 23 Nov 2022, 03:42 PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না কবে ফল প্রকাশিত হবে, তবে এ মাসের মধ্যেই এই নিয়োগ পরীক্ষার ফল দেওয়া হবে।”

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব আমিনুল ইসলাম জানিয়েছিলেন, নভেম্বরের প্রথম সপ্তাহেই এই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

তবে তখন তা প্রকাশ করা হয়নি।

২০২০ সালের অক্টোবরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

গত ২২ এপ্রিল এই নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা শুরু হয়। এরপর তিন ধাপের লিখিত পরীক্ষা শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১২ অক্টোবর তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়।