Published : 28 Apr 2025, 02:17 PM
মে মাসের ৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পরীক্ষা স্থগিত করা নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার রোববার রাতের ঘোষণার পর, সোমবার সাংবিধানিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।
'কমিশনের সিদ্ধান্তে' এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানিয়ে বলা হয়েছে, “৮ মে থেকে শুরু হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হল। ”
পিএসসি সংস্কারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে কয়েকজন চাকরিপ্রত্যাশী অনশন শুরু করেছিলেন।
তারা আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন। তাদের সঙ্গে সংহতি জানিয়ে আরও অনেক চাকরিপ্রত্যাশী কর্মসূচিতে যোগ দেন।
এই দাবিগুলো আদায়ে এর আগেও একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করার পর, রোববার বিক্ষোভকারীরা শাহবাগ অবরোধ করেন।
পরে রাত সাড়ে নয়টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ এসে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানালে, তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। পাশাপাশি অনশনরত চার শিক্ষার্থী তাদের অনশন ভাঙেন।
রাত পৌনে দশটার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, "৮মে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
"এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের আট দফা দাবির জন্য সরকারের উচ্চ পর্যায়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়েছে। পিএসসির দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও গঠিত কমিটি আলোচনায় বসবে।"
দুই দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করার পর উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী এ লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল।
প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই বছর ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।
গত বছরের ২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরির্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ অগাস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।
‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে গত ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি।
পরে গত ২৭ নভেম্বর আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ফের প্রকাশ করেছে পিএসসি।
পরে গত ২৪ মার্চ ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিল কমিশন।
আরও পড়ুন