“বাসা বাড়ির ছাদ, বারান্দা, বাথরুম এগুলো পরিষ্কার করে যাবেন। কোথাও পানি জমে এইডিসের লার্ভা জন্মাতে পারে, এমন পাত্র উল্টিয়ে রাখবেন”, বলেন তিনি।
Published : 07 Apr 2024, 07:32 PM
ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার প্রজনন ঠেকাতে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে বাসাবাড়ি এবং আঙিনা পরিষ্কার করে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
রোববার ভাসানটেক বস্তিবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।
আতিকুল বলেন, “বাসাবাড়ির জমে থাকা স্বচ্ছ পানিতে এইডিস মশার লার্ভা জন্মে। তাই বাড়ি যাওয়ার আগে বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে।
“ডেঙ্গু হলে মৃত্যু ঝুঁকি আছে। তাই ঈদে বাড়ি যাওয়ার আগে বাসা বাড়ির ছাদ, বারান্দা, বাথরুম এগুলো পরিষ্কার করে যাবেন। কোথাও পানি জমে এইডিসের লার্ভা জন্মাতে পারে, এমন পাত্র উল্টিয়ে রাখবেন।”
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতায় নজর দিতে শিক্ষক এবং পরিচালনা পরিষদের সদস্যদের অনুরোধ করেন মেয়র।
আতিকুল বলেন, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে শহরজুড়ে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্য কেনার উদ্যোগ নিয়েছে ডিএনসিসি।
“ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে গিয়ে যে কেউ এসব দ্রব্য জমা দিয়ে টাকা নিয়ে আসতে পারবেন।”
রমজান উপলক্ষে ভাসানটেক বস্তিতে বসবাসকারী এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে ডিএনসিসি। এতে সহযোগিতা করেছে ঢাকায় চীনের দূতাবাস।
একটি পরিবারের জন্য দেওয়া একটি প্যাকেটে আট কেজি মিনিকেট চাল, তিন কেজি আলু, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি করে চিনি, লবণ, পেঁয়াজ ও ডাল, এক প্যাকেট সেমাই এবং ১০০ গ্রাম করে হলুদ ও মরিচের গুঁড়া দেওয়া হয়েছে।
বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশ ও চীন পরস্পরের নির্ভরযোগ্য বন্ধু এবং সহযোগিতার অংশীদার। সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
গত নভেম্বরে কড়াইল বস্তিতে বসবাসকারী ১ হাজার ৪২৫ জন নারীকে স্বয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ডিএনসিসির মেয়র সাধারণ মানুষের জন্য কাজ করেন। মেয়রের উদ্যোগকে সাধুবাদ জানায় চীনা দূতাবাস।”
১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জহির আহমেদ, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সাহিদা আক্তার শীলা, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান এ সময় উপস্থিত ছিলেন।