ধামরাইয়ে গ্যাস থেকে বিস্ফোরণ: মেয়ের পর মায়ের মৃত্যু

তার স্বামীসহ তিনজন এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2023, 07:10 AM
Updated : 10 Jan 2023, 07:10 AM

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে গ্যাস জমে বিস্ফোরণে শিশুকন্যার মৃত্যুর পর মাকেও বাঁচানো গেল না।

মঙ্গলবার ভোর ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ২৫ বছর বয়সী জোসনা বেগমের মৃত্যু হয়।

তার স্বামীসহ তিনজন এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। জোসনার দুই বছরের মেয়ে মরিয়ম রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, জোসনার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

জোসনা ও তার পোশাককর্মী স্বামী মনজুরুল ইসলাম ধামরাইয় উপজেলার কুমড়াইল এলাকার কবরস্থান সংলগ্ন একটি দোতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। শনিবার ভোরে জোসনা রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। পরে আগুন ছড়িয়ে গিয়ে পরিবারের পাঁচজন দগ্ধ হন।

তাদের মধ্যে মনজুরুল (৩২), তার ভাগ্নি সাদিয়া আক্তার (১৮) এবং জোসনার বড় বোন হোসনে আরা (২৮) এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ, সাদিয়ার ৭৫ শতাংশ এবং হোসনে আরার ২৫ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Also Read: ধামরাইয়ে গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ ৫