২০২০ সালের ৬ নভেম্বর র্যাবের হাতে গ্রেপ্তার পর থেকে কারাগারে ছিলেন বেগম বদরনুন্নেসা কলেজের এই শিক্ষার্থী।
Published : 10 May 2023, 05:56 PM
ফেইসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার দায় স্বীকার করায় কলেজছাত্রী শিক্ষার্থী ইসরাত জাহান রেইলির দুই বছর ৭ মাস কারাবাসের মেয়াদকে কারাদণ্ড ঘোষণা করে রায় দিয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত বুধবার এ রায় দেন বলে আদালতের পেশকার শামীম আল মামুন জানিয়েছেন।
মহানবীকে (স.) নিয়ে ফেইসবুকে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে ২০২০ সালের ৬ নভেম্বর র্যাবের হাতে গ্রেপ্তার হন রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজের বিজ্ঞানের শিক্ষার্থী ইসরাত জাহান রেইলি।
ওই ঘটনায় রাজধানীর দারুসসালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। ২০২২ সালে এ মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়।
কারাগারে থাকা ইসরাত জাহান রেইলিকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় এদিন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
আসামিপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান দীর্ঘ হাজতবাস এবং শিশু সন্তান থাকার বিষয়টি বিবেচনা করে জামিনের আবেদন করেন।
শুনানিতে বিচারক বলেন, “কারাবাস অনেক দিন হয়েছে। যদি আসামি স্বেচ্ছায় স্বীকার করেন, তবে তার কারাবাসের মেয়াদকে কারাদণ্ড হিসেবে ঘোষণা করতে পারি।”
পরে আইনজীবী গোলাম মোস্তফা খানের সঙ্গে কথা বলে দোষ স্বীকার করতে সম্মত হন ইসরাত জাহান রেইলি।