মিডিয়া সবাইকে চাপে রাখে: সিইসি

“মিডিয়াকে একেবারে ব্লাকআউট করে দিলে কিন্তু ডিজাস্টার হয়ে যাবে। রাষ্ট্রই বিনষ্ট হয়ে যাবে।”

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2023, 07:09 PM
Updated : 29 Jan 2023, 07:09 PM

ক্ষমতার ভারসাম্য রাখার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, “মিডিয়া ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে। মিডিয়া সকলকে চাপে রাখে।”

রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডিরর এক অনুষ্ঠানে একথা বলেন সিইসি।

হাবিবুল আউয়াল বলেন, “মিডিয়ার ভূমিকা নিয়ে খুব একটা বেশি কথা বলার প্রয়োজন পড়ে না। মিডিয়াকে একেবারে ব্লাকআউট করে দিলে কিন্তু ডিজাস্টার হয়ে যাবে। রাষ্ট্রই বিনষ্ট হয়ে যাবে।”

তবে বস্তনিষ্ঠভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, “আমাদের মধ্যে যদি কোনো বিচ্যুতি ঘটে এবং সেটি যদি আপনাদের দৃষ্টিতে চলে আসে, সেগুলো আপনারা করবেন। আপনারা সেটি করেন বলেই ক্ষমতার মধ্যে ভারসাম্য অনেকটা তৈরি হয়।”