মঙ্গলবার আব্দুল্লাহ ও তার বাবা-মাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয় ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।
Published : 13 Feb 2024, 10:17 AM
হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক আব্দুল্লাহকে বুকে নিয়ে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন তার মা শাহীনা বেগম ও বাবা হিরণ মিয়া।
গত মঙ্গলবার সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে ঢাকা মেডিকেলে জন্ম হয় আব্দুল্লাহর। তার তিন দিনের মাথায় বৃহস্পতিবার হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে শিশুটি চুরি হয়। শনিবার পুলিশ ঢাকার কামরাঙ্গীরচর থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়।
মঙ্গলবার আব্দুল্লাহ ও তার বাবা-মাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয় ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। শিশুটি ও তার মা দুজনই সুস্থ থাকায় তাদের ছাড়পত্র দেওয়া হয়।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, “চুরি যাওয়া শিশুটিকে তার মায়ের কোলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। শিশুটিকে সাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে তার পরিবারকে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)