লঘুচাপের আগে শনিবার তাপপ্রবাহের আভাস

মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ের শঙ্কা আছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2023, 05:00 PM
Updated : 5 May 2023, 05:00 PM

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাসের মধ্যে শনিবার মৃদু তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে (৭ মে রোববার) দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।

ইতোমধ্যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে (১২-১৩ মে এর দিকে) ঘূর্ণিঝড়ের শঙ্কার কথা জানানো হয়েছে। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মোখা (Mocha), এটা ইয়েমেনের দেওয়া নাম।

সাগরে লঘুচাপ সৃষ্টির আগে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত কমার প্রবণতার পাশাপাশি তাপমাত্রা বাড়ার আভাসও রয়েছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ হাফিজুর জানান, শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ এবং তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলে।

এপ্রিল মাসে ৪ এপ্রিল-১২ এপ্রিল মৃদু থেকে মাঝারি ধরনের এবং ১৩ এপ্রিল থেকে ২২ এপ্রিল তীব্র এবং ২৪ এপ্রিল ৩০ এপ্রিল মৃদু থেকে তাপপ্রবাহ বয়ে যায়।

মে মাসের শুরতে পাঁচ জেলায় দু’দিন তাপপ্রবাহের পর বুধবার থেকে তা প্রশমিত হয়। লঘুচাপের আগে ফের শনিবার থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে।

এদিকে বৈশাখের তিন সপ্তাহ ধরে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হচ্ছে। পরবর্তী ২৪ ঘণ্টায়ও তা অব্যাহত থাকতে পারে।

দিবাগত রাত ১টা পর্যন্ত যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

Also Read: ঘূর্ণিঝড়ের শঙ্কার মধ্যে কেমন যাবে আগামী সপ্তাহ

Also Read: সাগরে লঘুচাপের আভাস, তার আগে বাড়বে গরম

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েকক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।