ভোট প্রস্তুতি: প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ শুক্র-শনিবার

প্রথম ধাপে ৩২ জেলার প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নির্বাচন বিষয় প্রশিক্ষণ সম্পন্ন হলেও অবরোধ কর্মসূচি থাকায় পিছিয়ে যায় বাকি ৩২ জেলার কার্যক্রম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 02:10 PM
Updated : 6 Nov 2023, 02:10 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে ৩২ জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রশিক্ষণ কর্মসূচি শুক্র ও শনিবার নির্ধারণ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার এ প্রশিক্ষণের উদ্বোধনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেবেন।

নির্বাচনী আইন, বিধিমালা, নির্বাচন পরিচালনা বিধি, আচরণবিধিসহ সার্বিক বিষয় তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব, কর্তব্য ও নির্বাচন ব্যবস্থাপনায় করণীয় বিষয় তুলে ধরতে এ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

সেপ্টেম্বর থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষণসূচি শুরু হয়। এ ধারাবাহিকতায় ১৪ ও ১৫ অক্টোবর দেশের ৩২টি জেলার ডিসি, এসপি, চার বিভাগে বিভাগীয় কমিশনার ও মেট্রোপলিট্রন পুলিশ কমিশনারসহ মোট ১১৬ জন নিয়ে প্রথম ধাপে প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

বাকি ৩২ জেলার সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দুর্গা পূজার কারণে ২৮ ও ২৮ অক্টোবর থেকে পিছিয়ে ২ ও ৩ নভেম্বর  স্থানান্তর করা হয়। কিন্তু বিএনপির অবরোধ কর্মসূচির কারণে তা স্থগিত করা হয়।

সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক এসএম আসাদুজ্জামান জানান, স্থগিত  প্রশিক্ষণ কর্মসূচি আগারগাঁওয়ের ইটিআই ভবনে ১০ ও ১১ নভেম্বর  হবে। এতে ৩২ জেলার ডিসি ও এসপি, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ মোট ১১৪ জন অংশ নেবেন।

Also Read: এবার প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণে ইসি

Also Read: কোনো দলের হয়ে কাজ করা যাবে না, ডিসি-এসপিদের প্রতি সিইসি

Also Read: ভোটার যদি আসে, কোন দল এল না, ভাববেন না সিইসি