এই কেনাকাটায় খরচ হচ্ছে এক হাজার ৩২ কোটি ৯০ লাখ টাকা।
Published : 30 Jan 2024, 07:47 AM
রাশিয়া থেকে তিন লাখ টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার কমিটির নিয়মিত বৈঠকে অন্যান্য প্রস্তাবের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের গম কেনার প্রস্তাবটিও পাস হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বলেন, খাদ্য অধিদপ্তরের জন্য রাশিয়া থেকে জিটুজি ভিত্তিতে তিন লাখ টন গম আমদানির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এই কেনাকাটায় খরচ হচ্ছে এক হাজার ৩২ কোটি ৯০ লাখ টাকা। প্রতিকেজি গমের দাম দাঁড়াচ্ছে ৩৪ টাকা ৪৩ পয়সা।
বৈঠকে টিসিবির জন্য স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৫৮ কোটি ১১ লাখ টাকায় ৬ হাজার টন মসুর ডাল, ৭৯ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকায় বসুন্ধরা মাল্টিফুডের কাছ থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া আরেকটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মালয়েশিয়ার ব্রিজো মেরিনের কাছ থেকে ৪৩৩ কোটি ৬২ লাখ টাকায় তিন কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)