“বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে কলকাতায় ডিজেলের দাম ১৩৩ টাকা। যদি এখানে আরেকটু সাশ্রয়ী হয়, তাহলে তেল পাচারের সম্ভাবনা থাকে”, জ্বালানি প্রতিমন্ত্রী বলেন।
Published : 05 Mar 2024, 05:45 PM
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সময়ে সময়ে জ্বালানি তেলের দর সমন্বয় করার স্বয়ংক্রিয় পদ্ধতি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে দাম নির্ধারণের এই পদ্ধতি চলতি সপ্তাহ থেকেই কার্যকর হচ্ছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে তুলনায় এই মুহূর্তে দেশে বেশি থাকায় এই যাত্রায় দাম কমবে।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনের ডিসি সম্মেলনের তৃতীয় দিনের একটি অধিবেশন শেষে জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘‘প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ায় সেটা আমরা গেজেট আকারে প্রকাশ করব এই সপ্তাহে।’’
২০২২ সালের ৩০ অগাস্ট তারিখের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং অকটেন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
দাম কতটা কমবে, সেই বিষয়ে কিছু না জানালেও ভারতের দাম মাথায় রাখা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে কলকাতায় ডিজেলের দাম ১৩৩ টাকা। যদি এখানে আরেকটু সাশ্রয়ী হয়, তাহলে তেল পাচারের সম্ভাবনা থাকে।
“আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি নজরদারি রাখতে।’’
তেল চুরি রোধ ও অবৈধভাবে গ্যাস ব্যবহার রোধে ডিসিদের পক্ষ থেকে সহায়তা চওয়া হয় সম্মেলনে। প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমরা বিষয়টি দেখছি।’’
ঘোষিত দামে সিলিন্ডার গ্যাস না পাওয়া যাওয়ার বিষয়ে নসরুল হামিদ বলেন, ‘‘ডিলারদের কাছ থেকে যেন চার-হাত বদল হয়ে সাব এজেন্টদের কাছে না যায়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। হোটেল রেস্তোরাঁতে সিলিন্ডারের যত্রতত্র ব্যবহার যেন না হয়, তাও খেয়াল রাখতে বলা হয়েছে।’’
গরম বাড়লে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মার্চ মাস ও সামনের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখতে হবে। গ্যাস ও বিদ্যুতে সমস্যা হবে না। এজন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।’’
পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া আর কোথাও বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, “এমন নির্দেশনা জেলাপ্রশাসকদের দেওয়া হয়েছে।”