২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৮০ জন

এ নিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৭১৮ জনে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2023, 05:29 PM
Updated : 27 May 2023, 05:29 PM

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; এদের মধ্যে ৭৩ জনই ঢাকার।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ২০২ জন ভর্তি রয়েছেন। ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৭৬ জন রোগী।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গত কয়েকদিন ধরে বাড়ছে। চলতি মাসেই হাসপাতালে ৭১৮ জন রোগী ভর্তি হয়েছেন।

এমন প্রেক্ষাপটে বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে এবার বেশি হওয়ায় এর ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্ক হওয়ার পরামর্শও এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

এ বছর দেশে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭০৪ জনে। এদের মধ্যে ঢাকায় এক হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরে ৫৮৫ জন ভর্তি হয়েছিলেন।

রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এ পর্যন্ত  মৃত্যু হয়েছে ১৩ জনের; তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসের ২৬ দিনে ৭১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন এবং মে মাসে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

Also Read: ডেঙ্গু নিয়ে সতর্কবার্তা স্বাস্থ্য অধিদপ্তরের