দেশের ৫৬% মানুষের হাতে মোবাইল

মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার- দুদিক দিয়েই নারীরা বেশ পিছিয়ে রয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2022, 07:33 PM
Updated : 27 July 2022, 07:33 PM

দেশে পাঁচ বছরের বেশি বয়সীদের মধ্যে ৫৫ দশমিক ৮৯ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে; আর ইন্টারনেট ব্যবহার করে ৩০ দশমিক ৬৮ শতাংশ মানুষ।

২০২২ সালের জনশুমারির প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ প্রতিবেদন প্রকাশ করে।

বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন; নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬; আর হিজড়ার আছেন ১২ হাজার ৬২৯ জন।

দেখা যাচ্ছে, মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার- দুদিক দিয়েই নারীরা বেশ পিছিয়ে রয়েছে।

পাঁচ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ৬৬ দশমিক ৫৩ শতাংশ পুরুষ এবং ৪৫ দশমিক ৫৩ শতাংশ নারী মোবাইল ফোন ব্যবহার করেন।

আবার ১৮ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে ৭২ দশমিক ৩১ শতাংশ মোবাইল ব্যবহার করেন।

এই বয়সশ্রেণির পুরুষদের ৮৬ দশমিক ৭২ শতাংশ এবং নারীদের ৫৮ দশমিক ৮৩ শতাংশ মোবাইলের মালিক।

পাঁচ বছরের বেশি বয়সীদের মধ্যে ৩০ দশমিক ৬৮ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন। এই শ্রেণিতে ৩৮ দশমিক ০২ শতাংশ পুরুষ এবং ২৩ দশমিক ৫২ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন।

১৮ বছরের বেশি বয়সীদের ৩৭ দশমিক ০১ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এই বয়সশ্রেণির পুরুষদের ৪৬ দশমিক ৫৩ শতাংশ এবং নারীদের ২৮ দশমিক ০৯ শতাংশ ইন্টারনেট সুবিধা পাচ্ছেন।